৬ মে, ২০২১ ১১:২৪

রাজধানীতে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য ৬৪৬ টন

অনলাইন ডেস্ক

রাজধানীতে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য ৬৪৬ টন

রাজধানী ঢাকা শহরে ২০০৫ সালে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য ১৭৮ টন জমলেও ২০২০ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৬ টনে। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সবুজায়ন ও স্মার্ট প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য প্লাস্টিক দূষণকে মোকাবিলা করা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে মনে করে সংস্থাটি।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) মার্সি টেম্বন বলেন, আমরা সবাই প্লাস্টিকের দূষণকে পরাজিত করতে চাই। এ জন্য টেকসই সমাধান দরকার। প্লাস্টিকের টেকসই ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে বিশ্বব্যাংক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে।

বিশ্বব্যাংক প্লাস্টিকের টেকসই ব্যবস্থাপনা ইনোভেশন ও চ্যালেঞ্জ শীর্ষক প্রতিযোগিতার চারটি বিজয়ী দলকে পুরস্কৃত করেছে। প্রতিযোগীদের কাছে বাংলাদেশে প্লাস্টিক দূষণ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান চেয়েছিল সংস্থাটি।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর