ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় কাস্টমসের আধুনিকায়ন, ভ্যাট ও ট্যাক্সের সরল হার নির্ধারণের উপর জোর দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ওয়েবিনারে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জার্মানিতে বাংলাদেশের অ্যাম্ব্যাসেডর সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, এনবিআর এর সাবেক সদস্য ফরিদ উদ্দিন এবং সিপিডি’র সম্মানিত ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সাবেক সদস্য রঞ্জন কুমার ভৌমিক এবং কাস্টমসের অতিরিক্ত কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন। সঞ্চালনা করেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ। আইসিএমএবি’র প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক সূচনা বক্তব্য দেন।
সাফা’র প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন আসন্ন বাজেটের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। আইসিএমএবি’র সেমিনার অ্যান্ড কনফারেন্স কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন আকন্দ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।
বক্তারা এনবিআরের ডিজিটালাইজেশন, ট্যাক্স রিফরম, মহিলা উদ্যোক্তা এবং ডিজিটাল উদ্যোক্তাদের প্রণোদনা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে আরো প্রণোদনা প্রদান, স্বাস্থ্য প্রণোদনা, স্বাস্থ্য ইনসুরেন্স, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ বন্টনের উপর গুরুত্ব আরোপ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত