বরিশাল কেন্দ্রীয় কারাগারে অনিয়ম-দুর্নীতি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ভোলার জেল সুপার নাসির উদ্দিনকে প্রধান এবং ঝালকাঠীর জেলার জান্নাতুল ফরহাদ ও পিরোজপুরের ডেপুটি জেলার আবুল হোসেনকে সদস্য করে বৃহস্পতিবার এই কমিটি গঠন করেন বরিশালের ডিআইজি প্রিজন টিপু সুলতান।
গঠিত কমিটিকে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ডিআইজি প্রিজন টিপু সুলতান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনে ‘বরিশাল কারাগারে তুঘলকি কান্ড, রান্না করা এক কেজি গরুর মাংশ ১৬০০ টাকা, অর্থের বিনিময়ে সুস্থ আসামিরা হাসপাতালে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে ডিআইজি প্রিজন কার্যালয়।
বিডি প্রতিদিন/এমআই