গাজীপুরে বজ্রপাতের পৃথক ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছে। বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের বাঙ্গালগাছ এলাকায় এ ঘটনা ঘটে। জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত কিশোরের নাম মবিন ইশতিয়াক (১৭)। সে নড়াইলের লোহাগড়া থানার চর বালিদিয়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর বিলাসপুর এলাকায় বাবা-মার সাথে ভাড়া বাসায় থেকে শহরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইশতিয়াক তার বন্ধুদের সঙ্গে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিটি কর্পোরেশনের বাঙ্গালগাছ এলাকায় ঘুরতে যায়। আকাশে কাল মেঘ দেখে তারা পায়ে হেঁটে বাসায় ফিরছিল। বাঙ্গালগাছ ব্রিজের কাছাকাছি এসে তারা মোবাইল দিয়ে ছবি তুলছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ইশতিয়াক ও তার দুই বন্ধু সুস্ময় (১৭) ও সৌরভ সাহা (১৭) আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মবিন ইশতিয়াককে মৃত ঘোষণা করেন। আহত সুস্ময় গাজীপুরের কালীগজ্ঞ থানার পানজোড়া গ্রামের সমর দাসের ছেলে। সে বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের চাবাগান এলাকায় বসবাস করে। আর আহত সৌরভ সাহা গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর বিলাসপুর এলাকার সুকোমল চন্দ্র সাহার ছেলে। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, একইদিন দুপুরে জেলার কাপাসিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি স্থানীয় বাঘিয়া উত্তরপাড়া গুচ্ছ গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে পারভেজ (৩২)।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান খান জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশের দেওনা দক্ষিণপাড়া এলাকার বাটাজোড় বিলে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যায় পারভেজ। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় পারভেজ। খবর পেয়ে পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এমআই