ঢাকাস্থ নাঙ্গলকোটবাসীর সেতু বন্ধনের সংগঠন ‘নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ (নাউপ)’-এর উদ্যোগে রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকায় অনুষ্ঠিত এই ইফতার পার্টি যেন একখণ্ড নাঙ্গলকোটের মিলনমেলায় পরিণত হয়।
এদিন সবার সাথে সবার আন্তরিকতা ও সৌহার্দ্যের যে মেলবন্ধন তৈরি হয়েছে তা এই সংগঠনকে প্রাণের সংগঠনে পরিণত করেছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. মোবারক হোসেন।
নাঙ্গলকোটবাসীর এই ভ্রাতৃত্বের বন্ধনকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন নাউপ-এর অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক ড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্ল্যাস্টিক ইন্ড্রাস্টিজের চেয়ারম্যান বদিউল আলম, ডা. জামানস ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. বশিরুজ্জামান, ব্যবসায়ী এম মিজানুর রহমান, সমাজসেবক হামদুল্লাহ আল মেহেদি, মো. আব্দুস সালাম ভূঁইয়া টিটু ও ফখরুল কবির জহিরসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক