রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প, প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন ১০ সদস্যর নেপালি প্রতিনিধি দল।
বুধবার সকালে রাজশাহী গোদাগাড়ী উপজেলার সলং, আমতলী এবং সরমঙ্গলা খাল এলাকায় বিএমডিএ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তারা।
সরমঙ্গলা এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় করেন নেপালি প্রতিনিধি দলটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান।
প্রতিনিধি দলে ছিলেন নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী পাম্পা ভুসাল, সচিব জ্বালানি পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সদস্য দেবেন্দ্র কারকি, জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ড. সুরেন্দ্র লাভ কর্ণ, মহাপরিচালক জল সম্পদ ও সেচ অধিদপ্তর সুশীল চন্দ্র আচার্য, প্রকল্প পরিচালক যান্ত্রিক সেচ উদ্ভাবন প্রকল্প মি. দীপেন্দ্র লৌদারি, অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি দিল বাহাদুর ছেত্রী, সেকশন অফিসার জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয় পবিত্র গাইরে।
এছাড়া এডিপির কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ এডিমন জিনটিং, প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পুষ্কর শ্রীবাস্তব, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক. আলুমগীর আকন্দরা, জল সম্পদ, বিশেষজ্ঞ পরিবেশ প্রাকৃতিক সম্পদ এবং কৃষি বিভাগ মিসেস মারিয়া ল'হোস্টিস, নেপাল রেসিডেন্ট মিশনের সিনিয়র প্রজেক্ট অফিসার অরুণ রানা, এডিবি কনসালেন্ট আশীষ ভদ্র খল, এডিবির পরামর্শক ড. আসাদুজ্জামান।
জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শন, প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা ও সফলতার বিষয়ে ধারণা লাভের জন্য রাজশাহী আসেন নেপাল সরকারের এ প্রতিনিধি দল। তারা বিএমডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে মতবিনিময় ও মাঠ পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন