বরিশালের গৌরনদীর বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম.এ হকের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বর্তমানে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার হাজারীবাগে নিজ বাসভবনে রয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসের মাধ্যমে ঢাকার বাসায় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় সহকারী কমিশনার সুব্রত তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার হাতে ৫০ হাজার টাকা সরকারি সহায়তা তুলে দেন। জেলা প্রশাসকের সহযোগিতা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বীর বিক্রম এমএ হক।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ভোলায় শত্রু বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন ক্যাপ্টেন এম.এ হক। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় তাকে বীর বিক্রম খেতাব দেয় সরকার।
বিডি প্রতিদিন/ফারজানা