গাজীপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন আমবাগ ঢালাই ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহজাহান মিয়া (২৮)। তিনি কুড়িগ্রামের রাজারহাট থানাধীন বালাকান্দি মুক্তাপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার এস আই মাইকেল বণিক জানান, সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ি হতে ব্যাটারি চালিত ইজিবাইকে চড়ে আমবাগ যাচ্ছিলেন শাহজাহান। পথে ঢালাই ফ্যাক্টরির সামনে পৌঁছালে একটি ট্রাক ওই ইজিবাইককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহজাহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়া বাসায় থেকে এলাকায় শ্রমিকের কাজ করতেন শাহজাহান।
বিডি প্রতিদিন/হিমেল