৩০ মার্চ, ২০২৩ ১৫:৫৯

বরিশালে ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্যাটারি চালিত হলুদ অটোরিকশা নবায়নে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা কমিটির আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেলা বাসদ সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা: মনীষা চক্রবর্তী জানান, প্রকৃত চালকদের ইজিবাইক লাইসেন্স অনুমোদন না দিয়ে সিটি করপোরেশন তাদের নিজস্ব লোকজনকে এই অনুমোদন দিচ্ছে। সিটি করপোরেশন ইজিবাইক লাইসেন্স অনুমোদনের নামে পক্ষপাতিত্ব করলে বৃহৎ আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর