নানা আয়োজনে খুলনা জেলার ১৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে খুলনার শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে র্যালিতে বেলুন, ফেস্টুন, কবুতর, ঘোড়ার গাড়ি, লাঙ্গল-জোয়াল, ঢাকঢোল, পালকিতে জামাই-বউ, স্থানীয় রোভার স্কাউটের বাদক দলের উপস্থাপনা ছিল। বর্ণাঢ্য র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, মহানগর বিএনপির আহ্বাবায়ক শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ্জামান। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ ও খুলনার ঐতিহ্য মেজবান (খাবারের আয়োজন) অনুষ্ঠিত হয়।
জানা যায়, ‘খুলনা মহাকুমা’ প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি এবং ভৌগোলিক অবস্থানের কারণে খুলনার গুরুত্ব বাড়তে থাকে। ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ৪ হাজার ৬৩০ বর্গ মাইল এলাকা, ৪৩ হাজার ৫শ’ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। খুলনার প্রথম জেলা ম্যাজিস্ট্রেট টমি ডাব্লিউ এম ক্লে’র দায়িত্ব নেওয়ার মাধ্যমে খুলনা জেলার কার্যক্রম শুরু হয়।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সরকারের আমলে খুলনা অঞ্চল অবহেলা- বৈষম্যের শিকার হয়। এ অঞ্চলের ব্যাপক সম্ভাবনা ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিভিন্ন সরকারের আমলে খুলনা আর্থ-সামাজিক উন্নয়নে পিছিয়ে পড়ে। বর্তমান সরকারের যুগান্তকারী প্রকল্প গ্রহণ ও পদ্মা সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে এ অঞ্চল অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।’
বিডি প্রতিদিন/আরাফাত