রাজধানীর যাত্রাবাড়ী জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। ময়মনসিংহের পূর্বধলা উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে জাকির। তার পরিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় থাকে।
রবিবার (৪ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় এক সিএনজি অটোরিকশা চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের ছোট বোন বেলি আক্তার জানান, সকালে মোবাইল ফোনের মাধ্যমে তারা খবর পান, জনপদ মোড়ে কোনো গাড়ির ধাক্কায় মারা গেছেন জাকির। পরে হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পান। জাকির ভবঘুরে প্রকৃতির ছিলেন। বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ