রংপুরে আনন্দ শোভাযাত্রা, সমাবেশ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের অংশগ্রহণে শুক্রবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বিএনপি নেতা রেজেকা সুলতানা ফেন্সি, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যরা। এ সময় নানা আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল