রাজধানীতে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ।
আটকরা হলেন মো. রুবেল ও মো. স্বপন। রবিবার সন্ধ্যায় বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ আসামিদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল বিক্রি করতো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ