বিদ্যুৎ সংযোগে সমস্যা হওয়ায় দুপুর ২ টা ২৭ মিনিট থেকে ৩টা ৪ মিনিট পর্যন্ত মোট ৩৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। হঠাৎ এভাবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।
মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্নিত হওয়ার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন।
তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ ডিপিডিসি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকে, সেখান থেকে পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছিল। এখন আবার চলাচল শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ