ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুরে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং নাগরিক সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা খন্দকার হাছিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারীর সঞ্চালনায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম, সময় টিভির স্টাফ রিপোর্টার মো. রাজিবুল হাসান, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ডেইলি স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মনজুরুল হক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজে) কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব, সাংবাদিক মাসুদ রানা, গাজীপুর জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন অরণ্য, সাংবাদিক সাব্বির আহমেদ রুবেল, চেতনা গাজীপুরের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক হাসিবুর রহমান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলী আজগর খান পিরু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, সাংবাদিক আল সাদীসহ অন্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই