খুলনা মহানগরীর বয়রা এলাকায় নির্মাণাধীন কর ভবন থেকে অসাবধানতাবশত নিচে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও কয়েকজন ১০ তলা থেকে লোহার ফ্রেমের সাথে ঝুলে থাকলে তাদেরকে উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন মোহাম্মদ রাব্বি, আশরাফুল ও মামুন। তাদের বাড়ি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বয়রা সরকারি মহিলা কলেজের সামনে কর ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই ভবনের ১০ম তলায় রড মিস্ত্রী হিসেবে কাজ করছিল। ঘটনাস্থল থেকে নির্মাণ কাজের ম্যানেজারকে আটক করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক সুমন মন্ডল জানান, বয়রা মহিলা কলেজের বিপরীতে নির্মাণাধীন কর ভবনের ১০ম তলায় রডের কাঠামো নির্মাণের কাজ করছিল রড মিস্ত্রিরা। সেখান থেকে নিচে পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন লোহার ফ্রেমের সাথে ঝুলে ছিল। পড়ে তাদেরকে উদ্ধার করা গেছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজারকে থানায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল