বরিশাল নগরীর ড্রেন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর বটতলা বাজার এলাকায় ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতয়ালী মডেল থানার এসআই এইচএম সজল জানিয়েছেন।
মৃত মোহাম্মদ মোমিন মিয়া (৩২) নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে। তিনি নগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।
এসআই এইচএম সজল মিয়া জানান, গত রাতে বাসা থেকে বের হয় মোমিন। সকালে নগরীর বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়কের ড্রেনের মধ্যে তার লাশটি পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাতে এসআই জানান, মোমিন ড্রাগ আসক্ত ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে ড্রেনে গিয়ে পড়ে যায়। এরপর আর উঠতে পারেনি।
তার ভাই যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদনে যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/এমআই