ময়মনসিংহের ত্রিশালে ধলা স্টেশনের আউটার সিগনাল এলাকায় মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুট ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার বিকাল সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে দুপুর সোয়া ১টার দিকে ধলা স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতির পর ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে বন্ধ থাকা ধলা স্টেশনের আউটার সিগনাল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন ক্লিয়ার না থাকায় এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা ট্রেন গফরগাঁও স্টেশনে আটকা পড়ে। পরে ময়মনসিংহ থেকে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন এসে সোয়া ৩টার দিকে মহুয়া কমিউটার ট্রেনকে নিয়ে যায়।
গফরগাঁও স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী স্টেশন মাস্টার নূরে আলম সিদ্দিকী বলেন, ধলা আউটার স্টেশন এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এসময় আমার স্টেশনে আন্তঃনগর অগ্নিবীণা ট্রেন আটকে ছিল। পরে ময়মনসিংহ থেকে বলাকা ট্রেনের ইঞ্জিন এসে মহুয়া ট্রেন নিয়ে গেলে দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/আরাফাত