নগরীর হালিশহর থানাধীন বঙ্গবন্ধু মাতৃসদন ক্লাব ভাঙচুরের অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সালেহ আহমদ ও যুবলীগ নেতা নুর উদ্দিন মিল্টন। শুক্রবার রাতে হালিশহর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হালিশহর থানার ওসি শাহজাহান কবির জানান, আধিপত্য বিস্তার বিরোধের জের ধরে শুক্রবার রাতে বঙ্গবন্ধু মাতৃসদন ক্লাবে সালেহ উদ্দিন ও মিল্টন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা ক্লাবে আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনার পর যুবলীগ কর্মী রিপন বাদী হয়ে থানায় একটি ভাঙচুর মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই গ্রুপের শীর্ষ নেতাকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে, চট্টগ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন আবু সৈয়দ নামে এক ব্যক্তি। শুক্রবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমান নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া থানার ওসি মো. ওয়ালিউল্লাহ বলেন, পূর্বশত্রুতার জের করে আবু সৈয়দকে ছুরিকাঘাত করে হাবিব। সৈয়দকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অপর দিকে, নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সকালে কোতোয়ালি থানাধীন ফিশারিঘাটে এফবি মারিয়া নামে একটি মাছ ধরার ট্রলারে এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানায়, খবর পেয়ে ফিশারিঘাটের ৩ নম্বর জেটিতে ভিড়ানো এফবি মারিয়া নামে মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৪২১ বোতল বিদেশি মদ ও ৪০৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা।