শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেয়র প্রার্থীর তালিকা নিয়ে কৌশলী ভূমিকায় বিএনপি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

মেয়র প্রার্থীর তালিকা নিয়ে কৌশলী ভূমিকায় বিএনপি

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিএনপি প্রায় প্রস্তুত। দলটি চট্টগ্রাম দক্ষিণ জেলার চার পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। কিন্তু উত্তর জেলার ছয়টি পৌরসভার প্রার্থীর নাম ‘পরিবর্তিত রাজনৈতিক কারণে’ কৌশলী হয়ে তা প্রকাশ করছে না। তবে ইতিমধ্যে ৬ পৌরসভার জন্য ১১ জনের একটি প্রাথমিক তালিকা বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানা যায়। কিন্তু সেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, চট্টগ্রামের ১০টি পৌরসভার প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এর মধ্যে দক্ষিণ জেলার চারটি চূড়ান্ত হলেও উত্তরের ছয়টি এখনো হয়নি। তবে তা শিগগিরই চূড়ান্ত করা হবে। বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহসভাপতি অধ্যাপক শেখ মহিউদ্দিন বলেন, দক্ষিণ চট্টগ্রামের চারটি পৌরসভার মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত হয়। কিন্তু সাম্প্রতিক সময়ের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখন চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে। জানা গেছে, ১০টি পৌরসভার মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন রয়েছে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী। এ ছাড়া বারৈয়ারহাট, মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাউজান ও রাঙ্গুনিয়া রয়েছে উত্তর জেলার আওতায়। এর মধ্যে দক্ষিণ জেলার চূড়ান্ত প্রার্থীরা হলেন- পটিয়ায় সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, চন্দনাইশে পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী, সাতকানিয়ায় পৌর বিএনপির আহ্বায়ক হাজী রফিকুল আলম ও বাঁশখালীতে পৌর বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম হোসাইনী। অন্যদিকে উত্তর জেলার আওতাধীন ছয় পৌরসভার মধ্যে রাউজান পৌরসভার বর্তমান মেয়র ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসানের একক নাম প্রস্তাব করা হয়। বাকি পাঁচ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন- বারৈয়ারহাটে পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈনুদ্দিন লিটন ও পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম নিয়াজী, মিরসরাইয়ে পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ ও অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, সীতাকুণ্ডে পৌর বিএনপির সভাপতি ইউসুফ নিজামী ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ, সন্দ্বীপে পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর হোসাইন ঠাকুর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, রাঙ্গুনিয়ায় কাউন্সিলর হেলাল উদ্দিন ও সাবেক মেয়র নুরুল আমিন তালুকদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর