Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৪ জুন, ২০১৬ ২৩:১৭

আন্দোলনে ফিরলেন রাবি শিক্ষার্থীরা

রাজশাহী কলেজের বিজ্ঞান ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কলেজের বিজ্ঞান ভবনে অগ্নিকাণ্ড

রাজশাহী কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, সকালে কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শটসার্কিট হয়ে কয়েকটি কম্পিউটারে আগুন লেগে যায়। এতে কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে শোকমিছিল ও সমাবেশ করেছেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ছুটির পর এটা তাদের প্রথম আন্দোলন কর্মসূচি।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর