বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

খুলনায় পণ্যের দাম বাড়ছেই

বাজার মনিটরিং নিষ্ফল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রমজানের শুরু থেকেই খুলনায় নিত্যপণ্যের দাম হু-হু করে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে ছোলা, চিনি, ডাল ও সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ‘ট্রাক সেল’ শুরু করলেও বাজারে এর প্রভাব পড়েনি। এ ছাড়া পণ্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটির কার্যক্রমও কোনো কাজে আসছে না। সরেজমিন নগরীর শেখপাড়া, সোনাডাঙ্গা, নিউমার্কেট কাঁচাবাজার ও ময়লাপোতা সান্ধ্যবাজার ঘুরে দেখা গেছে, রমজানের দ্বিতীয় দিনে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। পাইকারি বাজারে আমদানি স্বর্ণা চাল প্রতি বস্তায় (৫০ কেজি) ১০০ টাকা বেড়েছে। খোলাবাজারে ২-৩ টাকা বেশি দরে স্বর্ণা চাল ২৮ টাকা, মিনিকেট ৪১ টাকা ও বালাম-২৮ চাল ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনি ৬ টাকা বেড়ে ৬২, ছোলা ২৪ টাকা বেড়ে ৮৪, মসুর ডাল ২০ টাকা বেড়ে ১৪০ ও খেসারি ডাল ৮ টাকা বেড়ে ৭২ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেগুন, শসা, পিয়াজ, কাঁচামরিচসহ সব ধরনের সবজি ও মাছ-মুরগির দাম কয়েকগুণ বেড়েছে। শেখপাড়া বাজারের মুদিদোকানি বেলায়েত হোসেন জানান, ‘প্রতিদিন যে টাকায় আমরা মাল (পণ্য) বিক্রি করি, পরের দিন তার থেকেও বেশি দরে পণ্য কিনতে হয়। বাজার মনিটরিং কমিটির দেওয়া নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করলে আমাদের পথে বসতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর