বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশ স্বৈরশাসকমুক্ত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি শহীদ পরিবারের একজন করে সরকারি চাকরি দেওয়া হবে।
গতকাল সকালে নরসিংদীতে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ তাহমিদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জুলাই-২৪ আন্দোলনের মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশেই এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের লোক আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। ইতোমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি। এবং সব সময় খোঁজখবর নিয়ে যাচ্ছি।’