প্রাথমিকের বই যথাসময়ে ছাপা সম্পন্ন হওয়া নিয়ে এ বছরও সংশয় দেখা দিয়েছে। গত বছরের ন্যায় বিশ্বব্যাংকের অর্থ প্রদানে জটিলতার সৃষ্টি না হলেও বইয়ের পাণ্ডুলিপি মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর হাতে না পৌঁছানোয় বেধেছে বিপত্তি। ৮ সেপ্টেম্বর থেকে ছাপার কাজ শুরুর কথা থাকলেও এখনো শুরু হয়নি। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বলেছে, বইয়ের পাণ্ডুলিপি সরবরাহে বিলম্ব হলে বই যথাসময়ে ছাপা সম্পন্ন করে উপজেলা পর্যায়ে পৌঁছানো নিয়ে বিপাকে পড়তে পারে সরকার। কয়েক বছর থেকে বছরের প্রথম দিন বই উত্সবের আয়োজন করে আসা হলেও তা বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, এ বছর ৯৮টি লটের মাধ্যমে প্রাথমিকের জন্য মোট ১০ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ৩২৭টি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের ৫টি প্রতিষ্ঠান ১৬টি ও বাংলাদেশি ২৭টি প্রতিষ্ঠান ৮২টি লটে এসব বই ছাপার দায়িত্ব পেয়েছে। জানা গেছে, এনসিটিবির সঙ্গে মুদ্রণের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলোর চুক্তি অনুযায়ী ৯৮ দিনের মধ্যে ছাপার কাজ শেষ করে প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে। কিন্তু বইয়ের তথ্য-উপাত্ত সংবলিত সিডি বা বইয়ের পাণ্ডুলিপি এখনো মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর হাতে সরবরাহ সম্পন্ন করেনি এনসিটিবি। এতেই আটকে আছে ছাপার কাজ। অথচ চুক্তি অনুযায়ী ৮ সেপ্টেম্বর থেকে ৯৮ দিনের গণনা শুরু করেছে পাঠ্যপুস্তক বোর্ড। ছাপা শুরুর নির্ধারিত তারিখের পর পনেরো দিন পেরিয়ে গেলেও ছাপার কাজ আরম্ভ করেনি মুদ্রণ প্রতিষ্ঠানগুলো। মুদ্রণ সমিতি বলছে, বইয়ের পাণ্ডুলিপি হাতে পাওয়ার পরই এই দিন গণণা শুরু করতে হবে। এ নিয়ে মঙ্গলবার এনসিটিবির সঙ্গে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বৈঠক করেছে। এখনো প্রাথমিকের কোনো বই ছাপা শুরু না হলেও এ বছরের দিন বাকি রয়েছে মাত্র ৯৯টি। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রাথমিকের ২৭টি বইয়ের মধ্যে এখন পর্যন্ত দুই থেকে তিনটি বইয়ের পাণ্ডুলিপি পেয়েছি। বাকি পাণ্ডুলিপি হাতে না পেলে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এ বছর কাগজের কোনো সংকট নেই। বইয়ের গুণগত মান নিয়েও কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। শুধু বইয়ের পাণ্ডুলিপি না পাওয়ায় পিছিয়ে যাচ্ছে ছাপার কাজ। দ্রুত পাণ্ডুলিপি হাতে না পেলে যথাসময়ে বই সরবরাহ করা চালেঞ্জিং হয়ে দাঁড়াবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির এক সদস্য জানান, প্রাথমিকের বইয়ের মধ্যে গুণগত কিছু পরিবর্তন আসছে। এ জন্যই একটু বিলম্বিত হচ্ছে। তিনি জানান, সব বইয়ের পেছনের কভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযোজন করা হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, আমরা আশা করছি, শিগগিরই সব সিডি (বইয়ের পাণ্ডুলিপি) দিয়ে দেব।
শিরোনাম
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে র্যালি ও আলোচনা সভা
- সরকারি অর্থে বিলাসবহুল বিমান ক্রয়, তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
- নোয়াখালী বিভাগের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন
- চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
- কুলাউড়ায় গোগালি ছড়ার ব্রিজে মেরামত কাজ শুরু
- বিশ্বে প্রথম, রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি সৌদিতে
- চাঁদপুরে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত
- গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, অভিযোগ কাতারের
- মোংলায় শ্যামা পূজা উপলক্ষে সনাতনীদের সঙ্গে বিএনপির মতবিনিময়
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
- নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- নটিংহ্যাম ফরেস্টের নতুন কোচ শন ডাইচ, প্রথম ম্যাচে মুখোমুখি হবেন পোর্তোর
- রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৭৯ মামলা
- মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন
- ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ
প্রাথমিকের সাড়ে ১০ কোটি বই যথাসময়ে ছাপা নিয়ে সংশয়
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর