সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে লালদিয়া বাল্ক টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান। কানাডার ‘ট্রিপল এম গ্রুপ’ এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই করে খসড়া প্রতিবেদন দিয়েছে। তাদের সঙ্গে রয়েছে আরও দুই প্রতিষ্ঠান— ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং ম্যাকস ইনকরপোরেশন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত আধুনিক এই বাল্ক টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। তাই সরকারের তরফ থেকে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পতেঙ্গায় লালদিয়ার চরে প্রস্তাবিত এই টার্মিনালটি নির্মিত হলে পণ্য খালাস আরও দ্রুততর হবে এবং জাহাজের গড় অবস্থানকাল হ্রাস পাবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। তবে বর্তমানে লালদিয়ার চরে প্রকল্পের জন্য নির্ধারিত স্থানে অসংখ্য অবৈধ স্থাপনা ও বসতি রয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বসতি স্থাপনকারীদের পুনর্বাসন করা নিয়ে বিপত্তি বাধতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনে প্রকল্পটিকে লাভজনক বিবেচনা করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম জানিয়েছেন, পিপিপি’র ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। খসড়া প্রতিবেদনের ওপর বন্দর কর্তৃপক্ষের ইতিবাচক মতামত দেওয়া হয়েছে। এখন বিষয়টি সরকার ও পরামর্শকদের ওপর নির্ভর করছে। এদিকে খসড়া রিপোর্ট পাওয়ার পর শুরু হয়েছে বিনিয়োগকারী অনুসন্ধান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতায় পিপিপি সংক্রান্ত দফতরে এই কার্যক্রম চলছে। আধুনিক অপারেটিং ব্যবস্থাপনায় লালদিয়া বাল্ক টার্মিনাল নির্মিত হলে এক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানির কথা বিবেচনা করে অনেক আগেই প্রয়োজন ছিল বন্দরের সক্ষমতা বাড়ানো।
শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
লালদিয়ায় বাল্ক টার্মিনাল নির্মাণে বিনিয়োগকারী খুঁজছে সরকার
ফারুক তাহের, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর