সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে লালদিয়া বাল্ক টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান। কানাডার ‘ট্রিপল এম গ্রুপ’ এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই করে খসড়া প্রতিবেদন দিয়েছে। তাদের সঙ্গে রয়েছে আরও দুই প্রতিষ্ঠান— ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং ম্যাকস ইনকরপোরেশন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত আধুনিক এই বাল্ক টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। তাই সরকারের তরফ থেকে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পতেঙ্গায় লালদিয়ার চরে প্রস্তাবিত এই টার্মিনালটি নির্মিত হলে পণ্য খালাস আরও দ্রুততর হবে এবং জাহাজের গড় অবস্থানকাল হ্রাস পাবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। তবে বর্তমানে লালদিয়ার চরে প্রকল্পের জন্য নির্ধারিত স্থানে অসংখ্য অবৈধ স্থাপনা ও বসতি রয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বসতি স্থাপনকারীদের পুনর্বাসন করা নিয়ে বিপত্তি বাধতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনে প্রকল্পটিকে লাভজনক বিবেচনা করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম জানিয়েছেন, পিপিপি’র ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। খসড়া প্রতিবেদনের ওপর বন্দর কর্তৃপক্ষের ইতিবাচক মতামত দেওয়া হয়েছে। এখন বিষয়টি সরকার ও পরামর্শকদের ওপর নির্ভর করছে। এদিকে খসড়া রিপোর্ট পাওয়ার পর শুরু হয়েছে বিনিয়োগকারী অনুসন্ধান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতায় পিপিপি সংক্রান্ত দফতরে এই কার্যক্রম চলছে। আধুনিক অপারেটিং ব্যবস্থাপনায় লালদিয়া বাল্ক টার্মিনাল নির্মিত হলে এক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানির কথা বিবেচনা করে অনেক আগেই প্রয়োজন ছিল বন্দরের সক্ষমতা বাড়ানো।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
লালদিয়ায় বাল্ক টার্মিনাল নির্মাণে বিনিয়োগকারী খুঁজছে সরকার
ফারুক তাহের, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর