প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী উপলক্ষে গতকাল সকালে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ, দোয়েল চত্বর, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড় ও জিপিও হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
বেলা ১২টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, হোম ইকোনোমিক্স কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতা-কর্মীরা অংশ নেন। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, থানা, ওয়ার্ড, রাজধানীর আশপাশের জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল নিয়ে আসেন। এ সময় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ও ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করা হয়। হাতে দলীয় ব্যানার, ফেস্টুন, ঘোড়ার গাড়ি, হাতি, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিটি শাখার নেতা-কর্মীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা : ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতারা। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এতে নেতৃত্ব দেন। এরপর সকাল ৮টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, দক্ষিণের সভাপতি বায়জিদ আহমেদ খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা উদ্বোধনকালে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুল মান্নান, অসীম কুমার উকিল, আহমদ হোসেন, এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ, ইসহাক আলী খান পান্না, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম আমিন, সাইফুজ্জামান শিখর, বলরাম পোদ্দার, লিয়াকত শিকদার প্রমুখ।