বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্যানেল শিক্ষক নিয়োগে আদেশ বাস্তবায়ন না করায় রুল

নিজস্ব প্রতিবেদক

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, পলিসি ও অপারেশনের পরিচালক, মুন্সীগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। জানা গেছে, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর হাই কোর্টের এক আদেশে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত রিটকারীদের সহকারী শিক্ষক পদে ৬০ দিনের মধ্যে নিয়োগের আদেশ দিলেও পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে মুন্সীগঞ্জ জেলার মুসা কালিমুল্লাহসহ ১০ জন হাই কোর্টে আদালত অবমাননার আবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর