পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তা মানছেন না রংপুরের আটা ও ময়দা মিল মালিকরা। এখনো আটা, ময়দা ও ডাল সংরক্ষণে অবাধে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। রংপুরের ১৮৫টি আটা ও ময়দা মিলে সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। আটা ও ময়দা মিল মালিকরা বলছেন, ‘সরকারি নির্দেশনা সম্পর্কে তারা কিছুই জানেন না। তাই তারা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছেন।’ রংপুর নগরীর তাজহাটের স্টার ফ্লাওয়ার মিলের মালিক শাহ আলম মোল্লা বলেন, ‘আটা ও ময়দা সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টি জানা নেই। তবে সরকার নিয়ম করলে অবশ্যই তা মানতে হবে।’ একই মন্তব্য করেন নগরীর সিটি ফ্লাওয়ার মিলের মালিক হাজী ময়েন উদ্দিন। আর নগরীর জেলা পরিষদ মিনি মার্কেটের পাইকারি ডাল ব্যবসায়ী এরশাদ আলী বলেন, রংপুরে ডাল মিল নেই। বাইরের জেলার মিল মালিকরা প্লাস্টিকের ব্যাগেই ডাল সংরক্ষণ করে রংপুরে বাজারজাত করছেন। জানতে চাইলে পাট অধিদফতর রংপুরের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, ১৭টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়। আটা, ময়দা, ডাল, চিনি ও সার ছাড়া বেশির ভাগ পণ্যে পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। যারা আইন মানছে না অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হচ্ছে। তবে সরকার গত মাসে আটা, ময়দা ও ডালসহ ১১টি পণ্যে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশনা দেয়। নতুন পণ্যগুলোর নাম সবাইকে জানিয়ে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। এসব পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাট অধিদফতর রংপুরের সহকারী পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা গেছে, পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয় গত ২৪ জানুয়ারি আটা, ময়দা, আদা, রসুন, ডাল, আলু, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুঁড়া সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এর আগে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর মন্ত্রণালয় ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয়। সূত্র জানায়, একই উদ্দেশ্যে ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়। ওই আইনে ২০ কেজির বেশি পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে।
শিরোনাম
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন