পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তা মানছেন না রংপুরের আটা ও ময়দা মিল মালিকরা। এখনো আটা, ময়দা ও ডাল সংরক্ষণে অবাধে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। রংপুরের ১৮৫টি আটা ও ময়দা মিলে সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। আটা ও ময়দা মিল মালিকরা বলছেন, ‘সরকারি নির্দেশনা সম্পর্কে তারা কিছুই জানেন না। তাই তারা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছেন।’ রংপুর নগরীর তাজহাটের স্টার ফ্লাওয়ার মিলের মালিক শাহ আলম মোল্লা বলেন, ‘আটা ও ময়দা সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টি জানা নেই। তবে সরকার নিয়ম করলে অবশ্যই তা মানতে হবে।’ একই মন্তব্য করেন নগরীর সিটি ফ্লাওয়ার মিলের মালিক হাজী ময়েন উদ্দিন। আর নগরীর জেলা পরিষদ মিনি মার্কেটের পাইকারি ডাল ব্যবসায়ী এরশাদ আলী বলেন, রংপুরে ডাল মিল নেই। বাইরের জেলার মিল মালিকরা প্লাস্টিকের ব্যাগেই ডাল সংরক্ষণ করে রংপুরে বাজারজাত করছেন। জানতে চাইলে পাট অধিদফতর রংপুরের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, ১৭টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়। আটা, ময়দা, ডাল, চিনি ও সার ছাড়া বেশির ভাগ পণ্যে পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। যারা আইন মানছে না অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হচ্ছে। তবে সরকার গত মাসে আটা, ময়দা ও ডালসহ ১১টি পণ্যে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশনা দেয়। নতুন পণ্যগুলোর নাম সবাইকে জানিয়ে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। এসব পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাট অধিদফতর রংপুরের সহকারী পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা গেছে, পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয় গত ২৪ জানুয়ারি আটা, ময়দা, আদা, রসুন, ডাল, আলু, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুঁড়া সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এর আগে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর মন্ত্রণালয় ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয়। সূত্র জানায়, একই উদ্দেশ্যে ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়। ওই আইনে ২০ কেজির বেশি পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে।
শিরোনাম
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
পাটের ব্যাগ ব্যবহার নিয়ে ভিন্ন কৌশলে মিল মালিকরা
জানেন না অজুহাতে নির্দেশ উপেক্ষা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর