পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তা মানছেন না রংপুরের আটা ও ময়দা মিল মালিকরা। এখনো আটা, ময়দা ও ডাল সংরক্ষণে অবাধে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। রংপুরের ১৮৫টি আটা ও ময়দা মিলে সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। আটা ও ময়দা মিল মালিকরা বলছেন, ‘সরকারি নির্দেশনা সম্পর্কে তারা কিছুই জানেন না। তাই তারা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছেন।’ রংপুর নগরীর তাজহাটের স্টার ফ্লাওয়ার মিলের মালিক শাহ আলম মোল্লা বলেন, ‘আটা ও ময়দা সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টি জানা নেই। তবে সরকার নিয়ম করলে অবশ্যই তা মানতে হবে।’ একই মন্তব্য করেন নগরীর সিটি ফ্লাওয়ার মিলের মালিক হাজী ময়েন উদ্দিন। আর নগরীর জেলা পরিষদ মিনি মার্কেটের পাইকারি ডাল ব্যবসায়ী এরশাদ আলী বলেন, রংপুরে ডাল মিল নেই। বাইরের জেলার মিল মালিকরা প্লাস্টিকের ব্যাগেই ডাল সংরক্ষণ করে রংপুরে বাজারজাত করছেন। জানতে চাইলে পাট অধিদফতর রংপুরের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, ১৭টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়। আটা, ময়দা, ডাল, চিনি ও সার ছাড়া বেশির ভাগ পণ্যে পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। যারা আইন মানছে না অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হচ্ছে। তবে সরকার গত মাসে আটা, ময়দা ও ডালসহ ১১টি পণ্যে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশনা দেয়। নতুন পণ্যগুলোর নাম সবাইকে জানিয়ে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। এসব পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাট অধিদফতর রংপুরের সহকারী পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা গেছে, পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয় গত ২৪ জানুয়ারি আটা, ময়দা, আদা, রসুন, ডাল, আলু, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুঁড়া সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এর আগে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর মন্ত্রণালয় ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয়। সূত্র জানায়, একই উদ্দেশ্যে ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়। ওই আইনে ২০ কেজির বেশি পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ