Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৭ নভেম্বর, ২০১৭ ২৩:২২

রোহিঙ্গা নির্যাতন বন্ধে চাপ দেবে শেভরন

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা নির্যাতন বন্ধে চাপ দেবে শেভরন

রোহিঙ্গা নির্যাতন বন্ধে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরন মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করবে। রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে অবস্থানকারী ও শেভরনের অন্যতম বিনিয়োগকারী সংস্থা আজাদ অ্যাসেট ম্যানেজমেন্ট চাপ সৃষ্টি করার পর শেভরন এ কথা জানিয়েছে। উল্লেখ্য, আজাদ অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা না নেওয়ার জন্য প্রথম শেভরনের সমালোচনা করা হয়। এই ইস্যুতে সংস্থাটি শেভরনকে রাখাইনে শান্তি প্রতিষ্ঠার জন্য মিয়ানমার সরকারকে চাপে রাখার দাবি জানায়। এমনকি আজাদ অ্যাসেট ম্যানেজমেন্ট সেখানে ব্যবসা বন্ধ করার জন্যও শেভরনকে আহ্বান জানায়।

এই চাপের মুখে শেভরন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত জানিয়েছে, তারা রাখাইনে সহায়ক পরিবেশ ও মানবাধিকারের বিষয়গুলো শ্রদ্ধা করার অবস্থা তৈরির জন্য কাজ করবে। প্রসঙ্গত, বর্তমানে মিয়ানমারে শেভরনের কয়েক বিলিয়ন ডলার অর্থমূল্যের বিনিয়োগ রয়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর