মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংস্কার নাট্যদলের এক টিকিটে দুই নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

সংস্কার নাট্যদলের এক টিকিটে দুই নাটক

এক টিকিটে দুটি নাটক মঞ্চায়ন করেছে সংস্কার নাট্যদল। এর মধ্যে একটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে ‘ভুল স্বর্গ’ ও আরেকটি হলো আবু ইসহাকের গল্প অবলম্বনে ড. রুবাইয়াৎ আহম্মেদের নাট্যরূপে ‘মহাপতঙ্গ’। ‘ভুল স্বর্গ’ নাটকটির নবনাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন ড. ইউসুফ হাসান অর্ক আর ‘মহাপতঙ্গ’ নাটকটির নির্দেশনায় ছিলেন হাবিব মাসুদ। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটক দুটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

ছোট একটি শহরের ছোট একটি বাড়ির দেয়ালের ফোকরে বাস করে দুটি চড়ুই দম্পতি। বাসায় তাদের দুটি ছোট ছানা রয়েছে। তারা বহু আদরে বেঁচে থাকার কায়দা সেখায় বাচ্চাদের। একবার গল্প বলতে বলছে এক মহাপতঙ্গের কথা বলে। দেখতে ফড়িংয়ের মতো মহা সেই প্রাণী বোঁ বোঁ শব্দ করে এসেছিল। সেইবার বন্যায় দুর্গত দো-পেয়ে দৈত্য অর্থাৎ মানুষকে তারা বস্তা করে শস্য দিয়ে গিয়েছিল। উদ্ধার করে নিয়ে গিয়েছিল নিরাপদ স্থানে। খরা বন্যায় দো-পেয়ে দৈত্য, পশু পাখি অনাবৃষ্টির দেশে যায়। অন্যদিকে সারা জীবন অকাজে পার করা পাগল টাইপের এক লোকের ভুল করে স্বর্গে যাওয়ার কাল্পনিক ঘটনা নিয়ে এগিয়ে যায় রবীন্দ্রনাথ রচিত এই নাটকটির কাহিনী। নাটক দুটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— ফাতেমা তুজ জোহরা (ইভা), পৃথা দে, সুজন কির্ত্তনিয়া, জুলি ইসলাম, মোস্তফা জালাল (সৌরভ), মাসুদ কবির, রত্না ইসলাম, ইসমাইল হোসেন, নদী বাপ্পী, বাপ্পী সাইফ, আশিকুর রহমান, শিহাবুল ইসলাম, সাজ্জাদ হাওলাদার সেলিম রেজা স্বপন প্রমুখ।

সর্বশেষ খবর