সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সমাপনী পরীক্ষা

প্রথমদিনে অনুপস্থিত দেড় লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে গতকাল সারা দেশে ১ লাখ ৬০ হাজার ১৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। প্রথম দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমাপনীতে ১ লাখ ১৭ হাজার ৭৫৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৬৩ হাজার ৮৬২ জন ছাত্র এবং ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী। অন্যদিকে ইবতেদায়িতে ৪২ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ২৬ হাজার ৬ জন ছাত্র এবং ১৬ হাজার ৪০৯ জন ছাত্রী। ইংরেজি পরীক্ষায় প্রাথমিক সমাপনীতে ৪ দশমিক ২৪ শতাংশ এবং ইবতেদায়িতে ১৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বাংলাদেশের ৭ হাজার ৪১০টি কেন্দ্রে রবিবার থেকে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, যাতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর