মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সমান সুযোগ সৃষ্টিতে ইসি ব্যর্থ

—খালেকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টিতে নির্বাচন কমিশন (ইসি) উপর্যুপরি ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। নির্বাচন নিয়ে ভোটারদের ভীতি, শঙ্কাও দূর হয়নি। গতকাল গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, ইসির পক্ষ থেকে বলা হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার দিন ও পরে আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর তাদের কাছে নেই। এ ঘটনা প্রমাণ করে তারা ‘উটপাখি নীতি’ গ্রহণ করেছে। যে কারণে আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা তারা দেখতে পায়    না। সরকারি দলের প্রার্থীরা, বর্তমান এমপি-মন্ত্রীরা প্রতিনিয়ত সাবেক মেজাজে চলাফেরা, শোডাউন, শোভাযাত্রা, সমাবেশ ইত্যাদির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন, অথচ কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর