জোড়াতালি দিয়ে চলছে চট্টগ্রামের ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির কার্যক্রম। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির মধ্যে উত্তরে জেলা কমিটি চলছে অসম্পূর্ণভাবে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই এবং দক্ষিণ জেলা কমিটিও শেষ হয়েছে সম্প্রতি। কমিটি পূর্ণাঙ্গ না হওয়া ও মেয়াদ শেষে নতুন কমিটি ঘোষণা না করায় ব্যাহত হচ্ছে সাংগঠনিক কর্মকা । তাছাড়া চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি-সম্পাদকের সঙ্গে নেই উপজেলা পর্যায়ের নেতাদের সমন্বয়। নগর ও দক্ষিণের নেতাদের সঙ্গে কর্মীদের মধ্যে বিভিন্ন সময় মতের অমিলও দেখা গেছে। এ নিয়ে হতাশা ও ক্ষোভ রয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যেও। কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রামে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অন্যদিকে আজ শুক্রবার ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এতে পৃথকভাবে কেক কাটা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পৃথক আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন বলে জানান নগর ও জেলার দায়িত্বশীল নেতারা। ছাত্রলীগের বর্তমান ও সাবেক কয়েকজন ছাত্রনেতা বলেন, কমিটি যদি না থাকে, তাহলে কীভাবে সাংগঠনিক কার্যক্রম চালাবে ছাত্রলীগ? তাছাড়া কমিটি না থাকায় নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। এ কারণে সাংগঠনিকভাবে দক্ষ অনেক নেতা-কর্মী থাকলেও পিছিয়ে পড়ে আছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, এতদিন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে সংগঠনের নানা কর্মসূচিতে ব্যস্ত থাকায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে কমিটির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, কয়েক মাস আগে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করে কমিটি করা হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি করা না হলেও দ্রুত সময়ের মধ্যে করার কাজ চলছে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, দক্ষিণ জেলা কমিটির ৫১ জনের নাম ঘোষণা করা হলেও কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনসহ দেশের নানাবিধ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
এলোমেলো চট্টগ্রাম ছাত্রলীগ
কোনো কমিটির মেয়াদ নেই, কোনোটা অসম্পূর্ণ
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর