জোড়াতালি দিয়ে চলছে চট্টগ্রামের ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির কার্যক্রম। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির মধ্যে উত্তরে জেলা কমিটি চলছে অসম্পূর্ণভাবে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই এবং দক্ষিণ জেলা কমিটিও শেষ হয়েছে সম্প্রতি। কমিটি পূর্ণাঙ্গ না হওয়া ও মেয়াদ শেষে নতুন কমিটি ঘোষণা না করায় ব্যাহত হচ্ছে সাংগঠনিক কর্মকা । তাছাড়া চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি-সম্পাদকের সঙ্গে নেই উপজেলা পর্যায়ের নেতাদের সমন্বয়। নগর ও দক্ষিণের নেতাদের সঙ্গে কর্মীদের মধ্যে বিভিন্ন সময় মতের অমিলও দেখা গেছে। এ নিয়ে হতাশা ও ক্ষোভ রয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যেও। কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রামে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অন্যদিকে আজ শুক্রবার ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এতে পৃথকভাবে কেক কাটা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পৃথক আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন বলে জানান নগর ও জেলার দায়িত্বশীল নেতারা। ছাত্রলীগের বর্তমান ও সাবেক কয়েকজন ছাত্রনেতা বলেন, কমিটি যদি না থাকে, তাহলে কীভাবে সাংগঠনিক কার্যক্রম চালাবে ছাত্রলীগ? তাছাড়া কমিটি না থাকায় নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। এ কারণে সাংগঠনিকভাবে দক্ষ অনেক নেতা-কর্মী থাকলেও পিছিয়ে পড়ে আছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, এতদিন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে সংগঠনের নানা কর্মসূচিতে ব্যস্ত থাকায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে কমিটির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, কয়েক মাস আগে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করে কমিটি করা হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি করা না হলেও দ্রুত সময়ের মধ্যে করার কাজ চলছে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, দক্ষিণ জেলা কমিটির ৫১ জনের নাম ঘোষণা করা হলেও কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনসহ দেশের নানাবিধ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
এলোমেলো চট্টগ্রাম ছাত্রলীগ
কোনো কমিটির মেয়াদ নেই, কোনোটা অসম্পূর্ণ
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর