জোড়াতালি দিয়ে চলছে চট্টগ্রামের ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির কার্যক্রম। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির মধ্যে উত্তরে জেলা কমিটি চলছে অসম্পূর্ণভাবে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই এবং দক্ষিণ জেলা কমিটিও শেষ হয়েছে সম্প্রতি। কমিটি পূর্ণাঙ্গ না হওয়া ও মেয়াদ শেষে নতুন কমিটি ঘোষণা না করায় ব্যাহত হচ্ছে সাংগঠনিক কর্মকা । তাছাড়া চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি-সম্পাদকের সঙ্গে নেই উপজেলা পর্যায়ের নেতাদের সমন্বয়। নগর ও দক্ষিণের নেতাদের সঙ্গে কর্মীদের মধ্যে বিভিন্ন সময় মতের অমিলও দেখা গেছে। এ নিয়ে হতাশা ও ক্ষোভ রয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যেও। কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রামে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অন্যদিকে আজ শুক্রবার ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এতে পৃথকভাবে কেক কাটা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পৃথক আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন বলে জানান নগর ও জেলার দায়িত্বশীল নেতারা। ছাত্রলীগের বর্তমান ও সাবেক কয়েকজন ছাত্রনেতা বলেন, কমিটি যদি না থাকে, তাহলে কীভাবে সাংগঠনিক কার্যক্রম চালাবে ছাত্রলীগ? তাছাড়া কমিটি না থাকায় নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। এ কারণে সাংগঠনিকভাবে দক্ষ অনেক নেতা-কর্মী থাকলেও পিছিয়ে পড়ে আছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, এতদিন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে সংগঠনের নানা কর্মসূচিতে ব্যস্ত থাকায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে কমিটির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, কয়েক মাস আগে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করে কমিটি করা হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি করা না হলেও দ্রুত সময়ের মধ্যে করার কাজ চলছে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, দক্ষিণ জেলা কমিটির ৫১ জনের নাম ঘোষণা করা হলেও কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনসহ দেশের নানাবিধ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
এলোমেলো চট্টগ্রাম ছাত্রলীগ
কোনো কমিটির মেয়াদ নেই, কোনোটা অসম্পূর্ণ
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর