জোড়াতালি দিয়ে চলছে চট্টগ্রামের ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির কার্যক্রম। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির মধ্যে উত্তরে জেলা কমিটি চলছে অসম্পূর্ণভাবে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই এবং দক্ষিণ জেলা কমিটিও শেষ হয়েছে সম্প্রতি। কমিটি পূর্ণাঙ্গ না হওয়া ও মেয়াদ শেষে নতুন কমিটি ঘোষণা না করায় ব্যাহত হচ্ছে সাংগঠনিক কর্মকা । তাছাড়া চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি-সম্পাদকের সঙ্গে নেই উপজেলা পর্যায়ের নেতাদের সমন্বয়। নগর ও দক্ষিণের নেতাদের সঙ্গে কর্মীদের মধ্যে বিভিন্ন সময় মতের অমিলও দেখা গেছে। এ নিয়ে হতাশা ও ক্ষোভ রয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যেও। কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রামে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অন্যদিকে আজ শুক্রবার ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এতে পৃথকভাবে কেক কাটা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পৃথক আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন বলে জানান নগর ও জেলার দায়িত্বশীল নেতারা। ছাত্রলীগের বর্তমান ও সাবেক কয়েকজন ছাত্রনেতা বলেন, কমিটি যদি না থাকে, তাহলে কীভাবে সাংগঠনিক কার্যক্রম চালাবে ছাত্রলীগ? তাছাড়া কমিটি না থাকায় নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। এ কারণে সাংগঠনিকভাবে দক্ষ অনেক নেতা-কর্মী থাকলেও পিছিয়ে পড়ে আছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, এতদিন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে সংগঠনের নানা কর্মসূচিতে ব্যস্ত থাকায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে কমিটির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, কয়েক মাস আগে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করে কমিটি করা হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি করা না হলেও দ্রুত সময়ের মধ্যে করার কাজ চলছে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, দক্ষিণ জেলা কমিটির ৫১ জনের নাম ঘোষণা করা হলেও কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনসহ দেশের নানাবিধ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।
শিরোনাম
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
এলোমেলো চট্টগ্রাম ছাত্রলীগ
কোনো কমিটির মেয়াদ নেই, কোনোটা অসম্পূর্ণ
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর