জোড়াতালি দিয়ে চলছে চট্টগ্রামের ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির কার্যক্রম। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির মধ্যে উত্তরে জেলা কমিটি চলছে অসম্পূর্ণভাবে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই এবং দক্ষিণ জেলা কমিটিও শেষ হয়েছে সম্প্রতি। কমিটি পূর্ণাঙ্গ না হওয়া ও মেয়াদ শেষে নতুন কমিটি ঘোষণা না করায় ব্যাহত হচ্ছে সাংগঠনিক কর্মকা । তাছাড়া চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি-সম্পাদকের সঙ্গে নেই উপজেলা পর্যায়ের নেতাদের সমন্বয়। নগর ও দক্ষিণের নেতাদের সঙ্গে কর্মীদের মধ্যে বিভিন্ন সময় মতের অমিলও দেখা গেছে। এ নিয়ে হতাশা ও ক্ষোভ রয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যেও। কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রামে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অন্যদিকে আজ শুক্রবার ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের তিন সাংগঠনিক কমিটির পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এতে পৃথকভাবে কেক কাটা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পৃথক আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন বলে জানান নগর ও জেলার দায়িত্বশীল নেতারা। ছাত্রলীগের বর্তমান ও সাবেক কয়েকজন ছাত্রনেতা বলেন, কমিটি যদি না থাকে, তাহলে কীভাবে সাংগঠনিক কার্যক্রম চালাবে ছাত্রলীগ? তাছাড়া কমিটি না থাকায় নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। এ কারণে সাংগঠনিকভাবে দক্ষ অনেক নেতা-কর্মী থাকলেও পিছিয়ে পড়ে আছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, এতদিন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে সংগঠনের নানা কর্মসূচিতে ব্যস্ত থাকায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে কমিটির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, কয়েক মাস আগে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করে কমিটি করা হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি করা না হলেও দ্রুত সময়ের মধ্যে করার কাজ চলছে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, দক্ষিণ জেলা কমিটির ৫১ জনের নাম ঘোষণা করা হলেও কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনসহ দেশের নানাবিধ পরিস্থিতির কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
এলোমেলো চট্টগ্রাম ছাত্রলীগ
কোনো কমিটির মেয়াদ নেই, কোনোটা অসম্পূর্ণ
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর