চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শয্যার চেয়ে তিন-চারগুণ বেশি রোগী থাকে। প্রায় সব ওয়ার্ডে টইটম্বুর অবস্থা। তবে এবার উন্নত সেবা নিশ্চিতে ওয়ার্ডগুলোকে পুনর্বিন্যাস করা হয়েছে। সাজানো হচ্ছে নতুনরূপে। অতিরিক্ত রোগীর সেবা নিশ্চিতে চমেক কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। ইতিমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। জানা যায়, চমেক হাসপাতালে বর্তমানে অনুমোদিত শয্যা এক হাজার ৩৪৮টি। কিন্তু প্রতিনিয়ত এখানে রোগী ভর্তি থাকে দুই হাজার ২০০ থেকে আড়াই হাজারের বেশি। গত ১ জানুয়ারি এখানে মোট রোগী ভর্তি ছিল দুই হাজার ৪৩৯ জন, ওইদিন নতুন রোগী ভর্তি হয় ৫১৯ জন। গত ৩১ ডিসেম্বর মোট ভর্তি রোগী ছিল দুই হাজার ৩৬৬ জন, ওইদিন নতুন ভর্তি হয় আরও ২৮৩ জন, ৩০ ডিসেম্বর ভর্তি রোগী ছিল দুই হাজার ৩৫৪ জন, নতুন ভর্তি হয় ৩৭৯ জন। ১৯৫৭ সালে যাত্রা করা এ হাসপাতালে বর্তমানে ৩৭টি ওয়ার্ডে ৪৮টি বিভাগ আছে। বুধবার দুপুরে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগ, নিউরো মেডিসিন, অর্থোপেডিক এবং শিশু বিভাগে শয্যার বাইরে তিনগুণ পর্যন্ত রোগী দেখা যায়। এসব ওয়ার্ডের বারান্দা এবং মেঝেতেও রোগী রাখতে হয় বলে জানা যায়। চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় রোগী তিনগুণ বেশি থাকে। তাই নতুন একটি কার্ডিয়াক ভবনে কিছু ওয়ার্ড স্থানান্তর করে রোগীর সেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে অফিস আদেশ জারি করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিভাগীয় প্রধান, ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।’ হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন বিন্যাসের মধ্যে আছে ১২ নম্বরে ওয়ার্ড কার্ডিওলজি বিভাগ স্থানান্তর করা হয়েছে হাসপাতালের জি ব্লকের দ্বিতীয় তলায়। কার্ডিয়াক সার্জারি বিভাগকে নেওয়া হয়েছে কার্ডিয়াক সার্জারি ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। তাছাড়া কার্ডিয়াক সার্জারি ভবনের পঞ্চম তলায় স্থানান্তর করা হয়েছে অর্থোপেডিক ও ট্রমাটলজি বিভাগ, ষষ্ঠ তলায় স্থানান্তর করা হয়েছে প্রসূতি বিভাগ, সপ্তম তলায় স্থানান্তর করা হয়েছে ওরাল অ্যান্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারি বিভাগ ও স্টুডেন্ট ওয়ার্ড, অষ্টম তলায় স্থানান্তর করা হয়েছে ভাসকুলার সার্জারি ও কার্ডিয়াক অ্যানেসথেসিয়া বিভাগ, নবম তলায় নেওয়া হয়েছে শিশু সার্জারি বিভাগ, একাডেমিক, প্রশাসনিক পোস্ট অপারেটিভ অ্যান্ড রিকভারি ব্লক, দশম তলায় নেওয়া হয়েছে শিশু সার্জারি বিভাগ।
শিরোনাম
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
- বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪ শতাংশ
- ইলিশ নিয়ে তীরে ফিরছেন জেলেরা
- বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
- সাজিদ হত্যার ১০০ দিন: প্রতীকী কফিন মিছিলে ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- দুর্নীতি নির্মূল নয়, কমানো সম্ভব : দুদক চেয়ারম্যান
- ২০ শতক জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা, কান্নায় ভেঙে পড়েছেন কৃষক
- মালয়েশিয়ায় বিমানবন্দরে নেমেই যেভাবে সবাইকে মুগ্ধ করলেন ট্রাম্প
- পাহাড়ে সম্ভাবনার দুয়ার খুলছে মিষ্টি লেবু
- উদ্ভাবন ও নেতৃত্বে তরুণদের এগিয়ে আসতে হবে : শিক্ষা উপদেষ্টা
- মঙ্গলবার ভারতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’
নতুন সাজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সেবা নিশ্চিতে ওয়ার্ড পুনর্বিন্যাস
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর