বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণে নীতিমালা হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভুঁইফোড় অনলাইন মিডিয়াকে নিয়ন্ত্রণে আনতে দ্রুত নীতিমালা হবে। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এটি যাতে সঠিকভাবে হয়, নিয়মনীতির মধ্যে থেকে হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়-কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে তা কমাতে কাজ করব। এ ব্যাপারে আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। ২৮ জানুয়ারি সময়সীমা আছে। চেষ্টা করব এই সময়সীমার মধ্যে করা যায় কিনা। কিন্তু এটা করতে গেলে অনেক ধাপ অতিক্রম করতে হয়। বর্তমান যে ওয়েজবোর্ড রয়েছে সেখানে টেলিভিশন নেই। তাই টেলিভিশন সাংবাদিকদেরও ওয়েজবোর্ডে নিয়ে আসতে কাজ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর