চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০১৩ সালে নগরের টাইগারপাসে বস্তিবাসীদের জন্য সাততলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। এ ভবনে পুনর্বাসনের জন্য ৩৩ পরিবারকে উচ্ছেদও করা হয়। তবে এখন সেখানে বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে না। ওই ভবনে স্থানান্তর হচ্ছে নগর ভবনের অস্থায়ী কার্যালয়। এ নিয়ে টাইগারপাসের পাশের বাটালি হিল এলাকায় নতুন অস্থায়ী ভবনে সাজসজ্জাসহ প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী মাসেই সেখানে যাওয়ার প্রস্তুতি রয়েছে। বস্তিবাসীদের জন্য তৈরি করা এসব ফ্ল্যাট নির্মাণ শেষে তাদের বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ফ্ল্যাট বুঝে না পাওয়ায় বস্তিবাসীরা হতাশা প্রকাশ করেছেন। তবে চসিক বলছে, যাদের ফ্ল্যাট দেওয়ার কথা তাদের অন্যত্র পুনর্বাসন করা হবে। জানা যায়, ওই ভবনে ৩৩ পরিবার থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের দাম ধরা হয়েছিল ৬ লাখ ১০ হাজার টাকা। ফ্ল্যাট বুঝে পাওয়ার পর মাসিক ২ হাজার থেকে আড়াই হাজার টাকা করে বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। টাইগারপাস গৃহহীন মাতৃছায়া কমিটির আহ্বায়ক ও ফ্ল্যাট প্রত্যাশী রমজান আলী বলেন, ‘এ ভবনে ফ্ল্যাট নিতে আমরা প্রতি পরিবার থেকে ১০ হাজার টাকা করে দিয়েছি। কিন্তু এখন শুনছি আমাদের দেওয়া হচ্ছে না। তবে আমরা আশা করব, চসিক আমাদের ফ্ল্যাট দেবে।’ চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘টাইগারপাশের ভবনে চসিকের অস্থায়ী কার্যালয় হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী মাস থেকে নতুন কার্যালয়ে কাজ শুরু হওয়ার কথা।’ বস্তির ফ্ল্যাটে নগর ভবন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরে ১০ থেকে ১২ লাখ বস্তিবাসী আছে। এত বিশাল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা চসিকের পক্ষে অসম্ভব। তবে, তাদের নিয়ে চসিকের পরিকল্পনা আছে। প্রয়োজন মতে তাদের পুনর্বাসন করা হবে।’
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
বস্তিবাসীর ফ্ল্যাটে যাচ্ছে চট্টগ্রাম নগর ভবন
অন্যত্র ঘর পাবে নিম্ন আয়ের মানুষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর