চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০১৩ সালে নগরের টাইগারপাসে বস্তিবাসীদের জন্য সাততলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। এ ভবনে পুনর্বাসনের জন্য ৩৩ পরিবারকে উচ্ছেদও করা হয়। তবে এখন সেখানে বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে না। ওই ভবনে স্থানান্তর হচ্ছে নগর ভবনের অস্থায়ী কার্যালয়। এ নিয়ে টাইগারপাসের পাশের বাটালি হিল এলাকায় নতুন অস্থায়ী ভবনে সাজসজ্জাসহ প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী মাসেই সেখানে যাওয়ার প্রস্তুতি রয়েছে। বস্তিবাসীদের জন্য তৈরি করা এসব ফ্ল্যাট নির্মাণ শেষে তাদের বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ফ্ল্যাট বুঝে না পাওয়ায় বস্তিবাসীরা হতাশা প্রকাশ করেছেন। তবে চসিক বলছে, যাদের ফ্ল্যাট দেওয়ার কথা তাদের অন্যত্র পুনর্বাসন করা হবে। জানা যায়, ওই ভবনে ৩৩ পরিবার থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের দাম ধরা হয়েছিল ৬ লাখ ১০ হাজার টাকা। ফ্ল্যাট বুঝে পাওয়ার পর মাসিক ২ হাজার থেকে আড়াই হাজার টাকা করে বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। টাইগারপাস গৃহহীন মাতৃছায়া কমিটির আহ্বায়ক ও ফ্ল্যাট প্রত্যাশী রমজান আলী বলেন, ‘এ ভবনে ফ্ল্যাট নিতে আমরা প্রতি পরিবার থেকে ১০ হাজার টাকা করে দিয়েছি। কিন্তু এখন শুনছি আমাদের দেওয়া হচ্ছে না। তবে আমরা আশা করব, চসিক আমাদের ফ্ল্যাট দেবে।’ চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘টাইগারপাশের ভবনে চসিকের অস্থায়ী কার্যালয় হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী মাস থেকে নতুন কার্যালয়ে কাজ শুরু হওয়ার কথা।’ বস্তির ফ্ল্যাটে নগর ভবন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরে ১০ থেকে ১২ লাখ বস্তিবাসী আছে। এত বিশাল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা চসিকের পক্ষে অসম্ভব। তবে, তাদের নিয়ে চসিকের পরিকল্পনা আছে। প্রয়োজন মতে তাদের পুনর্বাসন করা হবে।’
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বস্তিবাসীর ফ্ল্যাটে যাচ্ছে চট্টগ্রাম নগর ভবন
অন্যত্র ঘর পাবে নিম্ন আয়ের মানুষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর