চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০১৩ সালে নগরের টাইগারপাসে বস্তিবাসীদের জন্য সাততলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। এ ভবনে পুনর্বাসনের জন্য ৩৩ পরিবারকে উচ্ছেদও করা হয়। তবে এখন সেখানে বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে না। ওই ভবনে স্থানান্তর হচ্ছে নগর ভবনের অস্থায়ী কার্যালয়। এ নিয়ে টাইগারপাসের পাশের বাটালি হিল এলাকায় নতুন অস্থায়ী ভবনে সাজসজ্জাসহ প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী মাসেই সেখানে যাওয়ার প্রস্তুতি রয়েছে। বস্তিবাসীদের জন্য তৈরি করা এসব ফ্ল্যাট নির্মাণ শেষে তাদের বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ফ্ল্যাট বুঝে না পাওয়ায় বস্তিবাসীরা হতাশা প্রকাশ করেছেন। তবে চসিক বলছে, যাদের ফ্ল্যাট দেওয়ার কথা তাদের অন্যত্র পুনর্বাসন করা হবে। জানা যায়, ওই ভবনে ৩৩ পরিবার থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের দাম ধরা হয়েছিল ৬ লাখ ১০ হাজার টাকা। ফ্ল্যাট বুঝে পাওয়ার পর মাসিক ২ হাজার থেকে আড়াই হাজার টাকা করে বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। টাইগারপাস গৃহহীন মাতৃছায়া কমিটির আহ্বায়ক ও ফ্ল্যাট প্রত্যাশী রমজান আলী বলেন, ‘এ ভবনে ফ্ল্যাট নিতে আমরা প্রতি পরিবার থেকে ১০ হাজার টাকা করে দিয়েছি। কিন্তু এখন শুনছি আমাদের দেওয়া হচ্ছে না। তবে আমরা আশা করব, চসিক আমাদের ফ্ল্যাট দেবে।’ চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘টাইগারপাশের ভবনে চসিকের অস্থায়ী কার্যালয় হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী মাস থেকে নতুন কার্যালয়ে কাজ শুরু হওয়ার কথা।’ বস্তির ফ্ল্যাটে নগর ভবন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরে ১০ থেকে ১২ লাখ বস্তিবাসী আছে। এত বিশাল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা চসিকের পক্ষে অসম্ভব। তবে, তাদের নিয়ে চসিকের পরিকল্পনা আছে। প্রয়োজন মতে তাদের পুনর্বাসন করা হবে।’
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে