চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০১৩ সালে নগরের টাইগারপাসে বস্তিবাসীদের জন্য সাততলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। এ ভবনে পুনর্বাসনের জন্য ৩৩ পরিবারকে উচ্ছেদও করা হয়। তবে এখন সেখানে বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে না। ওই ভবনে স্থানান্তর হচ্ছে নগর ভবনের অস্থায়ী কার্যালয়। এ নিয়ে টাইগারপাসের পাশের বাটালি হিল এলাকায় নতুন অস্থায়ী ভবনে সাজসজ্জাসহ প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী মাসেই সেখানে যাওয়ার প্রস্তুতি রয়েছে। বস্তিবাসীদের জন্য তৈরি করা এসব ফ্ল্যাট নির্মাণ শেষে তাদের বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ফ্ল্যাট বুঝে না পাওয়ায় বস্তিবাসীরা হতাশা প্রকাশ করেছেন। তবে চসিক বলছে, যাদের ফ্ল্যাট দেওয়ার কথা তাদের অন্যত্র পুনর্বাসন করা হবে। জানা যায়, ওই ভবনে ৩৩ পরিবার থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের দাম ধরা হয়েছিল ৬ লাখ ১০ হাজার টাকা। ফ্ল্যাট বুঝে পাওয়ার পর মাসিক ২ হাজার থেকে আড়াই হাজার টাকা করে বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। টাইগারপাস গৃহহীন মাতৃছায়া কমিটির আহ্বায়ক ও ফ্ল্যাট প্রত্যাশী রমজান আলী বলেন, ‘এ ভবনে ফ্ল্যাট নিতে আমরা প্রতি পরিবার থেকে ১০ হাজার টাকা করে দিয়েছি। কিন্তু এখন শুনছি আমাদের দেওয়া হচ্ছে না। তবে আমরা আশা করব, চসিক আমাদের ফ্ল্যাট দেবে।’ চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘টাইগারপাশের ভবনে চসিকের অস্থায়ী কার্যালয় হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী মাস থেকে নতুন কার্যালয়ে কাজ শুরু হওয়ার কথা।’ বস্তির ফ্ল্যাটে নগর ভবন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরে ১০ থেকে ১২ লাখ বস্তিবাসী আছে। এত বিশাল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা চসিকের পক্ষে অসম্ভব। তবে, তাদের নিয়ে চসিকের পরিকল্পনা আছে। প্রয়োজন মতে তাদের পুনর্বাসন করা হবে।’
শিরোনাম
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বস্তিবাসীর ফ্ল্যাটে যাচ্ছে চট্টগ্রাম নগর ভবন
অন্যত্র ঘর পাবে নিম্ন আয়ের মানুষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর