চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০১৩ সালে নগরের টাইগারপাসে বস্তিবাসীদের জন্য সাততলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। এ ভবনে পুনর্বাসনের জন্য ৩৩ পরিবারকে উচ্ছেদও করা হয়। তবে এখন সেখানে বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে না। ওই ভবনে স্থানান্তর হচ্ছে নগর ভবনের অস্থায়ী কার্যালয়। এ নিয়ে টাইগারপাসের পাশের বাটালি হিল এলাকায় নতুন অস্থায়ী ভবনে সাজসজ্জাসহ প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী মাসেই সেখানে যাওয়ার প্রস্তুতি রয়েছে। বস্তিবাসীদের জন্য তৈরি করা এসব ফ্ল্যাট নির্মাণ শেষে তাদের বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ফ্ল্যাট বুঝে না পাওয়ায় বস্তিবাসীরা হতাশা প্রকাশ করেছেন। তবে চসিক বলছে, যাদের ফ্ল্যাট দেওয়ার কথা তাদের অন্যত্র পুনর্বাসন করা হবে। জানা যায়, ওই ভবনে ৩৩ পরিবার থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের দাম ধরা হয়েছিল ৬ লাখ ১০ হাজার টাকা। ফ্ল্যাট বুঝে পাওয়ার পর মাসিক ২ হাজার থেকে আড়াই হাজার টাকা করে বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। টাইগারপাস গৃহহীন মাতৃছায়া কমিটির আহ্বায়ক ও ফ্ল্যাট প্রত্যাশী রমজান আলী বলেন, ‘এ ভবনে ফ্ল্যাট নিতে আমরা প্রতি পরিবার থেকে ১০ হাজার টাকা করে দিয়েছি। কিন্তু এখন শুনছি আমাদের দেওয়া হচ্ছে না। তবে আমরা আশা করব, চসিক আমাদের ফ্ল্যাট দেবে।’ চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘টাইগারপাশের ভবনে চসিকের অস্থায়ী কার্যালয় হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী মাস থেকে নতুন কার্যালয়ে কাজ শুরু হওয়ার কথা।’ বস্তির ফ্ল্যাটে নগর ভবন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরে ১০ থেকে ১২ লাখ বস্তিবাসী আছে। এত বিশাল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা চসিকের পক্ষে অসম্ভব। তবে, তাদের নিয়ে চসিকের পরিকল্পনা আছে। প্রয়োজন মতে তাদের পুনর্বাসন করা হবে।’
শিরোনাম
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
বস্তিবাসীর ফ্ল্যাটে যাচ্ছে চট্টগ্রাম নগর ভবন
অন্যত্র ঘর পাবে নিম্ন আয়ের মানুষ
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর