শিরোনাম
বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
রাকসু নির্বাচন

ছাত্র সংগঠনগুলোর তালিকা চেয়েছে সংলাপ কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপে বসতে ছাত্র সংগঠনগুলোর তালিকা চেয়েছে রাকসু নির্বাচন সংলাপ কমিটি। সাত দিনের মধ্যে ক্যাম্পাসে ক্রিয়াশীল ও নিবন্ধিত সব ছাত্র সংগঠনের নাম, গঠনতন্ত্র ও কমিটির তালিকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে। গতকাল দুপুরে রাকসু সংলাপ পরিচালনায় নিযুক্ত কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। অধ্যাপক লায়লা আরজুমান বানু জানান, গতকাল দুপুরে এক সভা শেষে আগামী সাত দিনের মধ্যে ছাত্র সংগঠনগুলোর নাম, গঠনতন্ত্র ও কমিটির তালিকা চাওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে এই সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসা হবে।

রাকসু সংলাপ কমিটির সভাপতি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আগামীকাল (বুধবার) এই বিষয়ে নোটিস দেওয়া হবে। যেসব রাজনৈতিক দলের নির্বাচন কমিশন থেকে নিবন্ধন আছে কেবল সেসব রাজনৈতিক দল তাদের তালিকা জমা দিতে পারবে।’

সর্বশেষ খবর