মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শবেবরাতকে মামলার বিষয়বস্তু না করাই ভালো : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

শবেবরাতকে মামলার বিষয়বস্তু না করাই ভালো বলে মন্তব্য করেছে হাই কোর্ট। গতকাল শবেবরাত কবে হবে- তা জানতে চেয়ে ১০ আলেমের করা রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এমন মন্তব্য করে। পরে তাদের আবেদনটি ইসলামিক ফাউন্ডেশনে জমা দিতে বলে হাই কোর্ট। একই     সঙ্গে ওই আবেদন যেন ইসলামিক ফাউন্ডেশন গ্রহণ করে, সে বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের খেয়াল রাখতেও বলা হয়েছে। এর আগে দুপুরে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আল্লামা আবুল বাশার মোহাম্মদ রুহুল হাসানসহ ১০ জন আলেম। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম। আদেশের পর মোহাম্মদ সাইফুল আলম সাংবাদিকদের বলেন, ‘শবেবরাতের তারিখ নিয়ে একটি আবেদন করা হলে আদালত বলেছে, এটি একটি ধর্মীয় সংবেদনশীল বিষয়। একে মামলার বিষয়বস্তু না করাই ভালো। আপনাদের বক্তব্য আপাতত ইসলামিক ফাউন্ডেশনে লিখিত আকারে জমা দিন। তারা যদি আপনাদের আবেদনটি বিবেচনা না করে, তাহলে আমাদের কাছে আসবেন। তখন এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’ এর আগে পবিত্র শাবান মাসের তারিখ ঘোষণাকে ‘ভুল’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ এবং চাঁদ দেখে ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশকে ১৩ এপ্রিল আইনি নোটিস পাঠান এই ১০ আলেম। নোটিসের জবাব না পাওয়ায় তারা হাই কোর্টে রিট করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর