বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ময়মনসিংহ সিটি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র আওয়ামী লীগের টিটু

নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ প্রতিনিধি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র আওয়ামী লীগের টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী

ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় এ নির্বাচনে একক প্রার্থী হিসেবে থাকছেন আওয়ামী লীগের এই প্রার্থী। যদিও      রিটার্নিং অফিসার আলীমুজ্জামান জানান, জাপার প্রার্থী অফিশিয়ালি এখনো প্রত্যাহার করেননি। (আজ) বুধবার হয়তো প্রত্যাহার করে নেবেন। তফসিল অনুযায়ী আজ ১৭ এপ্রিল এ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মেয়র পদে এ নির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাইয়ে তিন প্রার্থী বাদ পড়েন। আর চূড়ান্ত প্রার্থী হিসেবে ছিলেন আওয়ামী লীগ ও জাপার দুজন। কিন্তু গতকাল ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ কারণে মেয়র পদে একক প্রার্থী হিসেবে থাকছেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু। এ ক্ষেত্রে আজ প্রার্থিতা প্রত্যাহার শেষে নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইকরামুল হক টিটুকে মেয়র হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হতে পারে। এদিকে জাপা প্রার্থী জাহাঙ্গীর আহমেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে মেয়র পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলীমুজ্জামান জানান, আওয়ামী লীগ, জাপার মেয়র প্রার্থী ছাড়াও এ নির্বাচনে  মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মূসা সরকার, স্বপন ম ল ও ড. বিশ্বজিৎ ভাদুড়ি মনোনয়ন জমা দেন। কিন্তু যাচাই-বাছাইয়ে তারা তিনজনই বাদ পড়েন। এদের মধ্যে মূসা সরকার ও ড. বিশ্বজিৎ ভাদুড়ি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করলেও প্রার্থিতা ফিরে পাননি। মঙ্গলবার তাদের আপিল নামঞ্জুর করা হয়। এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ ওয়ার্ডের বিপরীতে ৭১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জনের মনোনয়ন জমা পড়েছিল। মনোনয়ন যাচাই-বাছাইয়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন এবং সাধারণ কাউন্সিলর পদে পাঁচজন বাদ পড়েন। পরে আপিলের মাধ্যমে সাধারণ কাউন্সিলর পদে চারজন প্রার্থিতা ফিরে পেলেও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন প্রার্থিতা ফিরে পাননি। আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের তারিখ উল্লেখ করে গত ২৫ মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১২৭টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৯৬ হাজারের বেশি।

সর্বশেষ খবর