বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

মেঘনা ও গোমতী সেতুতে টোল আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু ব্যবহারকারী যাত্রী ও পণ্য পরিবহনকারী যানবাহনের টোল আদায়ে দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হয়েছে। এর ফলে এখন থেকে টোল প্রদানে যানবাহনকে টোলপ্লাজায় থামতে হবে না। প্রয়োজন হবে না নগদ অর্থ প্রদানেরও। যাত্রী এবং পণ্য পরিবহনে সময় ও ব্যয় দুটোই কমবে। গতকাল দুপুরে মেঘনা সেতু টোলপ্লাজায় উইন্ডশিল্ড বেইজড ফার্স্ট ট্র্যাক ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। অনুষ্ঠানে সচিব বলেন, প্রাথমিক পর্যায়ে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় একটি করে লেইনে এ পদ্ধতি চালু করা হলো। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে লেইন সংখ্যা বাড়ানো হবে। এ ব্যাপারে তিনি পরিবহন মালিক, শ্রমিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

সড়ক সচিব বলেন, আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত মেঘনা ও গোমতী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

সর্বশেষ খবর