খুলনা মহানগরীতে সুপেয় পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে দিনরাত পাম্প চালিয়েও ভূগর্ভস্থ পানি উঠছে না। অনেক এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। পানির এমন সংকটে নগরবাসীর অসন্তোষ বাড়ছে। জানা যায়, মহানগরীতে সুপেয় পানির চাহিদা মেটাতে ২০১৩ সালে আড়াই হাজার কোটি টাকার মেঘা প্রকল্প হাতে নেয় ওয়াসা। প্রকল্পের আওতায় মধুমতি নদী থেকে পাইপলাইনে পানি এনে পরিশোধন (ট্রিটমেন্ট) করে তা শহরে সরবরাহ করা হবে। ২০১৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় সময় বাড়ানোর পরও প্রকল্পের কাজ শেষ হয়নি। এদিকে, খুলনা মহানগরীতে প্রতিদিন পানির চাহিদা রয়েছে ১১ কোটি লিটার। চাহিদার ৪০ ভাগ পানি ওয়াসা সরবরাহ করে। কিন্তু পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় তাও সরবরাহ করতে পারছে না। ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ জানান, ওয়াসার পুরনো লাইনের সংযোগ অনেক স্থানে নেই। ব্যক্তিগত নলকূপগুলোতেও পানি পাওয়া যায় না। তবে ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের কাজ জুন মাসে শেষ হচ্ছে। ফলে প্রতিদিন গড়ে ১১ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। তবে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতায় ক্ষোভ রয়েছে নগরবাসীর। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন বলেন, ওয়াসার কাজে সড়কে খোঁড়াখুঁড়িতে মানুষের ভোগান্তি বেড়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত হয়নি। ওয়াসার পানি সরবরাহের প্রকল্পটি চলছে আশ্বাস দিয়েই। ২০১৭ সাল থেকে ওয়াসা নতুন পাইপলাইনে পানি দেওয়ার কথা বললেও অনেক গ্রাহকের বাড়িতে সংযোগও পর্যন্ত দিতে পারেনি। এদিকে, সিটি মেয়র তালুকদার আবদুল খালেক গতকাল ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ওয়াসার কাজের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক পর্যবেক্ষণ করেন। তিনি দ্রুত এসব সড়ক মেরামতের নির্দেশনা দেন। ওয়াসার প্রকল্প পরিচালক প্রকৌশলী এম ডি কামাল উদ্দিন আহম্মেদ জানান, কয়েকটি এলাকায় গ্রাহকরা নতুন করে আবেদন করায় তাদের পাইপলাইনের সংযোগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে মধুমতি নদী থেকে রূপসা শোধনাগারে পানি আনা হয়েছে। এ শোধনাগার থেকে রূপসা নদীর তলদেশ হয়ে শহরের ৭টি রিজার্ভারে পানি আনা হবে। বর্তমানে পানি সরবরাহ মিটার বসানো হচ্ছে। আগামী মাসেই পরীক্ষামূলকভাবে সুপেয় পানি সরবরাহ করা হবে। ওয়াসার পুরনো লাইন অধিকাংশ ক্ষেত্রে ‘ড্রেন ক্রস’ করে যাওয়ায় ‘স্কেভেটর’ দিয়ে ময়লা পরিস্কারের সময় অসচেতনতায় তা ফেটে যায়। এতে পানিতে দুর্গন্ধ ও ময়লা আসতে পারে। নতুন পাইপলাইনে পানি সরবরাহ করা হলে এ ধরনের সমস্যা থাকবে না।
শিরোনাম
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
- ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস্ কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
- ব্যয় সংকোচনে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে নেসলে
- বগুড়ায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলো তিন হাজার শিক্ষার্থী
খুলনায় পানির সংকট ভয়াবহ
পানিতে দুর্গন্ধ ♦ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত হয়নি ♦ আশ্বাসে চলছে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
২২ মিনিট আগে | দেশগ্রাম

সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্দেশনায় বিএনপির ৩১ দফার প্রচার-প্রচারণায় লিফলেট বিতরণ
৩ ঘণ্টা আগে | নগর জীবন