Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ মে, ২০১৯ ২২:৪০

সেরা রাজশাহী, পিছিয়ে সিলেট

এসএসসি ফলাফল

প্রতিদিন ডেস্ক

সেরা রাজশাহী, পিছিয়ে সিলেট

এবার সব বোর্ডের মধ্যে ভালো ফলাফল করেছে রাজশাহী বোর্ড। পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে এ বোর্ডে। রাজশাহীতে এবার পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। যা গতবছর ছিল ৮৬ দশমিক ৭ শতাংশ। রাজশাহীতে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন। গতবার যা পেয়েছিল ১৯ হাজার ৪৯৮ জন। এবার মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন। গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আনোয়ারুল হক প্রামাণিক জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে দুই হাজার ৬৪৬টি স্কুল থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সিলেট : সিলেট বোর্ডে পাসের হার কিছুটা বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবার পাসের হার ৭০ দশমিক ৮৩। যা গত বছরের তুলনায় দশমিক ৪১ ভাগ বেশি। তবে গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে ৪৩৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১৯১ জন, এবার পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এবার সিলেট শিক্ষাবোর্ড থেকে এসএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৭১ জন অংশ নিয়ে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন। ছেলেদের পাসের হার ৭২ দশমিক ২১ ও মেয়েদের ৬৯ দশমিক ৭৮ শতাংশ। কুমিল্লা : কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের          হার ৮৭.১৬ শতাংশ। এ বছর ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান গতকাল বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

রংপুর : এবার এসএসসিতে ৮৫.২২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী। রংপুর জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৬ হাজার ৯ জন পরীক্ষার্থী। তার মধ্যে পাস করেছে ৩০ হাজার ৬৮৭ জন। জেলায় জিপিএ-৫ অর্জন করেছে দুই হাজার ৪৩৫ জন। যশোর : এ বোর্ডে এবার পাসের হার ৯০.৮৮ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৬.৬৪ শতাংশ। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর বোর্ডে এবার এক লাখ ৮২ হাজার ৩১০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে এক লাখ ৫৬ হাজার ৬৮৮ জন পাস করেছে। চট্টগ্রাম : এ বছর পাসের হার ২.৬১ শতাংশ বেড়েছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭১০ জন কমেছে। গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। তিনি জানান, এবার পাসের হার ৭৮.১১ শতাংশ। এর মধ্যে ছাত্র পাসের হার ৭৮.৪৩ এবং ছাত্রী পাসের হার ৭৭.৮৩ শতাংশ। এবার চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ১৯০ কেন্দ্রে ১ লাখ ৪৯ হাজার ৬০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৬ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। সব মিলিয়ে পাসের হার ৭৮.১১ শতাংশ। গত বছর যা ৭৫.৫০ শতাংশ ছিল। বরিশাল : বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৭.৪১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন। এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে বরিশাল বোর্ডে। তবে বোর্ডের আওতাধীন দুটি স্কুলের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অপরদিকে বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৪২৭টি স্কুলের মধ্যে ৫০টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

গতকাল বেলা ১২টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে এসএসসির পরিসংখ্যানভিত্তিক ফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, বরিশাল শিক্ষা বোর্ডে এবার অংশ নিয়েছিল ১ লাখ ৬ হাজার ৬২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ৮২ হাজার ৫৩৫ জন। এবার গত বছরের চেয়ে ৭২৭টি জিপিএ-৫ বেড়েছে।

গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৪৬২জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯টি।

বরিশাল বোর্ডে গত বছরের চেয়ে পাসের হার ০.৩০ ভাগ বেড়েছে। এবারও ছেলেদের থেকে মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছে। তবে গণিতে কিছুটা ফল বিপর্যয় হওয়ায় সার্বিকভাবে পাসের হারে কিছুটা প্রভাব পড়েছে।

ব?রিশাল শিক্ষা বোর্ডে এবার ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ গার্লস হাই স্কুল থেকে ৯ জন এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা আদর্শ হাই স্কুল থেকে ৩৪ জন পরীক্ষায় নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। ওই দুটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কারণ দর্শানো ও যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।

অপরদিকে বরিশাল বোর্ডের ৫০টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল জিলা স্কুল এবং বরিশাল ক্যাডেট কলেজ অন্যতম।

 

 


আপনার মন্তব্য