২৫টি মন্ত্রণালয়ের কাছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পৌরকর খাতে পাওনা ১৩১ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ২০৮ টাকা। দীর্ঘদিন ধরে পাওনা পরিশোধে অনীহা দেখিয়ে আসছে মন্ত্রণালয়গুলো। পৌরকর আদায়ে চসিক বার বার উদ্যোগ নিলেও তা আদায় হয় না। পৌরকর আদায় না হওয়ায় নগরের উন্নয়নকাজে গতি কমছে বলে জানা যায়। চসিকের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, চসিকের ৮টি সার্কেলে সরকারি হোল্ডিং রয়েছে ২ হাজার ২৮১টি। চলতি ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত সরকারি ২৫ মন্ত্রণালয়ের কাছে পাওনা ছিল ১৪৫ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৫৯৪ টাকা। এর বিপরীতে গত ৭ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানগুলো পরিশোধ করেছে মাত্র ১৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৩৮৭ টাকা। বর্তমানে বকেয়াসহ মোট পাওনা ১৩১ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ২০৮ টাকা। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘২৫ মন্ত্রণালয়ের কাছে অনেক টাকা এখনো বকেয়া রয়েছে। ১২ বছর পূর্বের বকেয়া টাকাও এখনো অনাদায়ী আছে। তবে বকেয়া পাওনা আদায়ে আমরা নিয়মিত উদ্যোগ নিয়ে থাকি। এটি একটি চলমান প্রক্রিয়া।’ চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে পাওনা ১০ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৪৩৯ টাকা, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কাছে ৫৮ লাখ ৩৪ হাজার ১৩৩ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কাছে ৯৪ লাখ ৪০ হাজার ৬২৭ টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে ৫ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও গণশিক্ষা বিভাগের কাছে ১ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ১২৭ টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কাছে ১৯ লাখ ৬২ হাজার ১২০ টাকা, অর্থ মন্ত্রণালয়ের কাছে ৮০ লাখ ৮৪ হাজার ১২১ টাকা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কাছে ৩ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৩৯১ টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কাছে ৭৪ হাজার ২৪৩ টাকা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে ২১ লাখ ১১ হাজার ১৮৪ টাকা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে ৫৮ লাখ ৪২ হাজার ৬৩৯ টাকা, রেলপথ মন্ত্রণালয়ের কাছে ৮৪ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৪৬৬ টাকা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে ২৩ লাখ ৪৩ হাজার ১১৬ টাকা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে ৩৪ লাখ ৮ হাজার ১৬১ টাকা, কৃষি মন্ত্রণালয়ের কাছে ৮২ লাখ ৭৭ হাজার ৫৯১ টাকা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কাছে ৩ কোটি ৩১ লাখ ৫০৩ টাকা এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কাছে ১ কোটি ৬১ লাখ ৩২ হাজার ৮২৬ টাকা, শিল্প মন্ত্রণালয়ের কাছে ৯ কোটি ৮৬ লাখ ২২ হাজার ২১ টাকা, ভূমি মন্ত্রণালয়ের কাছে ১ কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৬২ টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ১৩ লাখ ৩ হাজার ১৬৬ টাকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে ৪ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৯০৫ টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ২ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ১২৭ টাকা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে ২০ লাখ ৭২ হাজার ৬৪০ টাকা, তথ্য মন্ত্রণালয়ের কাছে ১২ লাখ ৭৬ হাজার ৯৪৮ টাকা, পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে ১১ লাখ ৮৮ হাজার ৬৬৩ টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে ৭৪ লাখ ৫৬ হাজার ৮৩ টাকা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে ৪৩ লাখ ৫৬ হাজার ৬৮৩ টাকা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে ৯ লাখ ৭১ হাজার ৩৪৬ টাকা পাওনা রয়েছে।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
টাকা দেয় না ২৫ মন্ত্রণালয়
উন্নয়ন কাজে গতি নেই চট্টগ্রামে । সরকারের কাছে পাওনা ১৩২ কোটি টাকা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর