২৫টি মন্ত্রণালয়ের কাছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পৌরকর খাতে পাওনা ১৩১ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ২০৮ টাকা। দীর্ঘদিন ধরে পাওনা পরিশোধে অনীহা দেখিয়ে আসছে মন্ত্রণালয়গুলো। পৌরকর আদায়ে চসিক বার বার উদ্যোগ নিলেও তা আদায় হয় না। পৌরকর আদায় না হওয়ায় নগরের উন্নয়নকাজে গতি কমছে বলে জানা যায়। চসিকের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, চসিকের ৮টি সার্কেলে সরকারি হোল্ডিং রয়েছে ২ হাজার ২৮১টি। চলতি ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত সরকারি ২৫ মন্ত্রণালয়ের কাছে পাওনা ছিল ১৪৫ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৫৯৪ টাকা। এর বিপরীতে গত ৭ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানগুলো পরিশোধ করেছে মাত্র ১৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৩৮৭ টাকা। বর্তমানে বকেয়াসহ মোট পাওনা ১৩১ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ২০৮ টাকা। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘২৫ মন্ত্রণালয়ের কাছে অনেক টাকা এখনো বকেয়া রয়েছে। ১২ বছর পূর্বের বকেয়া টাকাও এখনো অনাদায়ী আছে। তবে বকেয়া পাওনা আদায়ে আমরা নিয়মিত উদ্যোগ নিয়ে থাকি। এটি একটি চলমান প্রক্রিয়া।’ চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে পাওনা ১০ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৪৩৯ টাকা, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কাছে ৫৮ লাখ ৩৪ হাজার ১৩৩ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কাছে ৯৪ লাখ ৪০ হাজার ৬২৭ টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে ৫ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও গণশিক্ষা বিভাগের কাছে ১ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ১২৭ টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কাছে ১৯ লাখ ৬২ হাজার ১২০ টাকা, অর্থ মন্ত্রণালয়ের কাছে ৮০ লাখ ৮৪ হাজার ১২১ টাকা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কাছে ৩ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৩৯১ টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কাছে ৭৪ হাজার ২৪৩ টাকা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে ২১ লাখ ১১ হাজার ১৮৪ টাকা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে ৫৮ লাখ ৪২ হাজার ৬৩৯ টাকা, রেলপথ মন্ত্রণালয়ের কাছে ৮৪ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৪৬৬ টাকা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে ২৩ লাখ ৪৩ হাজার ১১৬ টাকা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে ৩৪ লাখ ৮ হাজার ১৬১ টাকা, কৃষি মন্ত্রণালয়ের কাছে ৮২ লাখ ৭৭ হাজার ৫৯১ টাকা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কাছে ৩ কোটি ৩১ লাখ ৫০৩ টাকা এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কাছে ১ কোটি ৬১ লাখ ৩২ হাজার ৮২৬ টাকা, শিল্প মন্ত্রণালয়ের কাছে ৯ কোটি ৮৬ লাখ ২২ হাজার ২১ টাকা, ভূমি মন্ত্রণালয়ের কাছে ১ কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৬২ টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ১৩ লাখ ৩ হাজার ১৬৬ টাকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে ৪ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৯০৫ টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ২ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ১২৭ টাকা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে ২০ লাখ ৭২ হাজার ৬৪০ টাকা, তথ্য মন্ত্রণালয়ের কাছে ১২ লাখ ৭৬ হাজার ৯৪৮ টাকা, পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে ১১ লাখ ৮৮ হাজার ৬৬৩ টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে ৭৪ লাখ ৫৬ হাজার ৮৩ টাকা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে ৪৩ লাখ ৫৬ হাজার ৬৮৩ টাকা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে ৯ লাখ ৭১ হাজার ৩৪৬ টাকা পাওনা রয়েছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
টাকা দেয় না ২৫ মন্ত্রণালয়
উন্নয়ন কাজে গতি নেই চট্টগ্রামে । সরকারের কাছে পাওনা ১৩২ কোটি টাকা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর