বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ চায় বাকবিশিস

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ডের বর্ধিত চাঁদা কর্তন প্রত্যাহারসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আবদুর রশীদ। উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যাপক সিরাজুল হক আলো, সহ-সভাপতি অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ অশোক তরু প্রমুখ। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.  গোলাম ফারুক বাজেট অধিবেশন সামনে রেখে ১৭ দফা  দাবি জানান। দাবিগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তন প্রত্যাহার, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষকদেও যোগ্যতা ও মেধানুসারে পদোন্নতি প্রদান, অনার্স-মাস্টার্স কোর্সের জন্য নিয়োগকৃত শিক্ষকদের এমপিও প্রদান অন্যতম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর