ঘর সাজানোর বিভিন্ন পণ্য নিয়ে ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনের প্রদর্শনীর শেষ দিন গতকাল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান ক্রেতা-দর্শনার্থী। আধুনিক জীবনের নানা দৃষ্টিনন্দন পণ্যের প্রদর্শনীতে তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্বমানের চমৎকার সব ডিজাইনের গৃহসামগ্রী বিশেষ করে ইনটেরিয়র পণ্য কেনায় ব্যাপক আগ্রহ ছিল। ঘর সাজানোর জন্য শোপিস, দরজা-জানালার পর্দা, সোফাসেটে ব্যবহƒত পণ্য বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ১১ জুলাই স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনী শুরু হয়। শেষ দিনে মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেছে আইসিসিবির ২ নম্বর হলে ক্রেতা-দর্শনার্থীর প্রচ- ভিড়। হাজার হাজার দর্শনার্থীর পদচারণে মুখরিত পুরো হল। দর্শনার্থীর সঙ্গে কথা বললে অনেকে জানান, এক ছাদের নিচে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এত সুন্দর ও চমৎকার গৃহসাজের পণ্য একই স্থান থেকে কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি বলেই বৃষ্টি উপেক্ষা করে তারা মেলায় আসেন। মেলার শেষ দিন হওয়ায় দামও কিছুটা কম ছিল। এটাও ক্রেতা আকর্ষণের আরেকটি কারণ। মেলায় নির্মাণশিল্পের চমৎকার ডিজাইনের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়। ছিল স্থাপত্য নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের নানা আয়োজন। ছিল অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, প্যানেল, সোলার এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্যের সমাহার। আকর্ষণীয় কাঠ ও কাঠসংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য সবার নজর কাড়ে। আসবাবপত্র বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব সুন্দর ডিজাইনের পণ্য কেনেন ক্রেতারা। এ ছাড়া আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও প্রদর্শিত হয়। এ শিল্পের আরেকটি অংশ ইনটেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। গৃহসজ্জা-সংশ্লিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও এক্সসেসরিজ প্রদর্শিত হয়েছে। প্রদর্শিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফায়ারপ্রুফ ইউপিভিসি দরজা-জানালা। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। তারা বিল্ডিং নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, গৃহসজ্জা উপকরণ ও লাইটিং প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটানো ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির এক মিলনমেলায় পরিণত হয়। বাড়ি নির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়।
শিরোনাম
- ১৩ নভেম্বর ঘিরে শঙ্কা নেই, ঢাকাবাসী তৎপরতা রুখে দেবে : ডিএমপি কমিশনার
- গাইবান্ধায় আগুনে বসতবাড়ি ভস্মীভূত
- স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ লাখ টাকায় রফা, ভাগ নিলেন মাতবররা!
- শেরপুর জেলা যুবদলের সভাপতি মাসুদকে অব্যাহতি
- চাঁদপুরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
- ফ্যাসিবাদী গুম-খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনী বুধবার
- নেত্রকোনায় নিয়োগবিধিমালা সংশোধনের দাবিতে ক্লাস বর্জন, তালাবদ্ধ অধ্যক্ষ
- আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- ‘গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা’
- গুজব প্রতিরোধে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বিশেষ সেল
- তাইওয়ান ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বে মুখোমুখি চীন ও জাপান
- প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দিতে সম্মতি
- চট্টগ্রামে জাল নোট মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ সিরিয়া
- রাবি শিক্ষকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ
- জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না : রুমিন ফারহানা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
- খ্যাতনামা অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি
- জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের টানা আন্দোলন
- দিল্লি বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না: মোদি
বসুন্ধরায় গৃহসজ্জার পণ্য কিনতে ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
অর্থ আত্মসাৎ : সাবেক মন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা
৩৫ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শৈলকুপায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য গঠনে বসুন্ধরা শুভসংঘের কর্মশালা
৪১ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ