ঘর সাজানোর বিভিন্ন পণ্য নিয়ে ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনের প্রদর্শনীর শেষ দিন গতকাল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান ক্রেতা-দর্শনার্থী। আধুনিক জীবনের নানা দৃষ্টিনন্দন পণ্যের প্রদর্শনীতে তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্বমানের চমৎকার সব ডিজাইনের গৃহসামগ্রী বিশেষ করে ইনটেরিয়র পণ্য কেনায় ব্যাপক আগ্রহ ছিল। ঘর সাজানোর জন্য শোপিস, দরজা-জানালার পর্দা, সোফাসেটে ব্যবহƒত পণ্য বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ১১ জুলাই স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনী শুরু হয়। শেষ দিনে মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেছে আইসিসিবির ২ নম্বর হলে ক্রেতা-দর্শনার্থীর প্রচ- ভিড়। হাজার হাজার দর্শনার্থীর পদচারণে মুখরিত পুরো হল। দর্শনার্থীর সঙ্গে কথা বললে অনেকে জানান, এক ছাদের নিচে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এত সুন্দর ও চমৎকার গৃহসাজের পণ্য একই স্থান থেকে কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি বলেই বৃষ্টি উপেক্ষা করে তারা মেলায় আসেন। মেলার শেষ দিন হওয়ায় দামও কিছুটা কম ছিল। এটাও ক্রেতা আকর্ষণের আরেকটি কারণ। মেলায় নির্মাণশিল্পের চমৎকার ডিজাইনের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়। ছিল স্থাপত্য নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের নানা আয়োজন। ছিল অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, প্যানেল, সোলার এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্যের সমাহার। আকর্ষণীয় কাঠ ও কাঠসংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য সবার নজর কাড়ে। আসবাবপত্র বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব সুন্দর ডিজাইনের পণ্য কেনেন ক্রেতারা। এ ছাড়া আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও প্রদর্শিত হয়। এ শিল্পের আরেকটি অংশ ইনটেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। গৃহসজ্জা-সংশ্লিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও এক্সসেসরিজ প্রদর্শিত হয়েছে। প্রদর্শিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফায়ারপ্রুফ ইউপিভিসি দরজা-জানালা। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। তারা বিল্ডিং নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, গৃহসজ্জা উপকরণ ও লাইটিং প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটানো ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির এক মিলনমেলায় পরিণত হয়। বাড়ি নির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়।
শিরোনাম
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
- বিপুল সংখ্যক জামিনের ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
- চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯ বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
- নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স
- মির্জা ফখরুলের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ
- জামায়াতের আইনজীবীর হেনস্তার শিকার তিন সাংবাদিক
- নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে ১৮ দফা জামায়াতের
- কেনিয়ায় ১২ আরোহীসহ বিমান বিধ্বস্ত
- আরও ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন
- দূষণ রোধে দিল্লিতে কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা
- নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না : ফারুক
- অত্যাধুনিক যুদ্ধবিমানের দিকে চোখ তুরস্কের, যুক্তরাজ্যের সঙ্গে ১১ বিলিয়নের চুক্তি
- ফের মস্কোয় ড্রোন হামলা চালাল ইউক্রেন
বসুন্ধরায় গৃহসজ্জার পণ্য কিনতে ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা
২১ ঘণ্টা আগে | জাতীয়
গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম