ঘর সাজানোর বিভিন্ন পণ্য নিয়ে ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনের প্রদর্শনীর শেষ দিন গতকাল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান ক্রেতা-দর্শনার্থী। আধুনিক জীবনের নানা দৃষ্টিনন্দন পণ্যের প্রদর্শনীতে তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্বমানের চমৎকার সব ডিজাইনের গৃহসামগ্রী বিশেষ করে ইনটেরিয়র পণ্য কেনায় ব্যাপক আগ্রহ ছিল। ঘর সাজানোর জন্য শোপিস, দরজা-জানালার পর্দা, সোফাসেটে ব্যবহƒত পণ্য বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ১১ জুলাই স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনী শুরু হয়। শেষ দিনে মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেছে আইসিসিবির ২ নম্বর হলে ক্রেতা-দর্শনার্থীর প্রচ- ভিড়। হাজার হাজার দর্শনার্থীর পদচারণে মুখরিত পুরো হল। দর্শনার্থীর সঙ্গে কথা বললে অনেকে জানান, এক ছাদের নিচে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এত সুন্দর ও চমৎকার গৃহসাজের পণ্য একই স্থান থেকে কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি বলেই বৃষ্টি উপেক্ষা করে তারা মেলায় আসেন। মেলার শেষ দিন হওয়ায় দামও কিছুটা কম ছিল। এটাও ক্রেতা আকর্ষণের আরেকটি কারণ। মেলায় নির্মাণশিল্পের চমৎকার ডিজাইনের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়। ছিল স্থাপত্য নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের নানা আয়োজন। ছিল অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, প্যানেল, সোলার এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্যের সমাহার। আকর্ষণীয় কাঠ ও কাঠসংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য সবার নজর কাড়ে। আসবাবপত্র বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব সুন্দর ডিজাইনের পণ্য কেনেন ক্রেতারা। এ ছাড়া আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও প্রদর্শিত হয়। এ শিল্পের আরেকটি অংশ ইনটেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। গৃহসজ্জা-সংশ্লিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও এক্সসেসরিজ প্রদর্শিত হয়েছে। প্রদর্শিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফায়ারপ্রুফ ইউপিভিসি দরজা-জানালা। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। তারা বিল্ডিং নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, গৃহসজ্জা উপকরণ ও লাইটিং প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটানো ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির এক মিলনমেলায় পরিণত হয়। বাড়ি নির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়।
শিরোনাম
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন