ঘর সাজানোর বিভিন্ন পণ্য নিয়ে ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনের প্রদর্শনীর শেষ দিন গতকাল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান ক্রেতা-দর্শনার্থী। আধুনিক জীবনের নানা দৃষ্টিনন্দন পণ্যের প্রদর্শনীতে তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্বমানের চমৎকার সব ডিজাইনের গৃহসামগ্রী বিশেষ করে ইনটেরিয়র পণ্য কেনায় ব্যাপক আগ্রহ ছিল। ঘর সাজানোর জন্য শোপিস, দরজা-জানালার পর্দা, সোফাসেটে ব্যবহƒত পণ্য বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ১১ জুলাই স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনী শুরু হয়। শেষ দিনে মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেছে আইসিসিবির ২ নম্বর হলে ক্রেতা-দর্শনার্থীর প্রচ- ভিড়। হাজার হাজার দর্শনার্থীর পদচারণে মুখরিত পুরো হল। দর্শনার্থীর সঙ্গে কথা বললে অনেকে জানান, এক ছাদের নিচে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এত সুন্দর ও চমৎকার গৃহসাজের পণ্য একই স্থান থেকে কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি বলেই বৃষ্টি উপেক্ষা করে তারা মেলায় আসেন। মেলার শেষ দিন হওয়ায় দামও কিছুটা কম ছিল। এটাও ক্রেতা আকর্ষণের আরেকটি কারণ। মেলায় নির্মাণশিল্পের চমৎকার ডিজাইনের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়। ছিল স্থাপত্য নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের নানা আয়োজন। ছিল অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, প্যানেল, সোলার এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্যের সমাহার। আকর্ষণীয় কাঠ ও কাঠসংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য সবার নজর কাড়ে। আসবাবপত্র বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব সুন্দর ডিজাইনের পণ্য কেনেন ক্রেতারা। এ ছাড়া আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও প্রদর্শিত হয়। এ শিল্পের আরেকটি অংশ ইনটেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। গৃহসজ্জা-সংশ্লিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও এক্সসেসরিজ প্রদর্শিত হয়েছে। প্রদর্শিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফায়ারপ্রুফ ইউপিভিসি দরজা-জানালা। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। তারা বিল্ডিং নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, গৃহসজ্জা উপকরণ ও লাইটিং প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটানো ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির এক মিলনমেলায় পরিণত হয়। বাড়ি নির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল