ঘর সাজানোর বিভিন্ন পণ্য নিয়ে ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনের প্রদর্শনীর শেষ দিন গতকাল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান ক্রেতা-দর্শনার্থী। আধুনিক জীবনের নানা দৃষ্টিনন্দন পণ্যের প্রদর্শনীতে তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্বমানের চমৎকার সব ডিজাইনের গৃহসামগ্রী বিশেষ করে ইনটেরিয়র পণ্য কেনায় ব্যাপক আগ্রহ ছিল। ঘর সাজানোর জন্য শোপিস, দরজা-জানালার পর্দা, সোফাসেটে ব্যবহƒত পণ্য বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ১১ জুলাই স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনী শুরু হয়। শেষ দিনে মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেছে আইসিসিবির ২ নম্বর হলে ক্রেতা-দর্শনার্থীর প্রচ- ভিড়। হাজার হাজার দর্শনার্থীর পদচারণে মুখরিত পুরো হল। দর্শনার্থীর সঙ্গে কথা বললে অনেকে জানান, এক ছাদের নিচে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এত সুন্দর ও চমৎকার গৃহসাজের পণ্য একই স্থান থেকে কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি বলেই বৃষ্টি উপেক্ষা করে তারা মেলায় আসেন। মেলার শেষ দিন হওয়ায় দামও কিছুটা কম ছিল। এটাও ক্রেতা আকর্ষণের আরেকটি কারণ। মেলায় নির্মাণশিল্পের চমৎকার ডিজাইনের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়। ছিল স্থাপত্য নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের নানা আয়োজন। ছিল অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, প্যানেল, সোলার এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্যের সমাহার। আকর্ষণীয় কাঠ ও কাঠসংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য সবার নজর কাড়ে। আসবাবপত্র বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব সুন্দর ডিজাইনের পণ্য কেনেন ক্রেতারা। এ ছাড়া আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও প্রদর্শিত হয়। এ শিল্পের আরেকটি অংশ ইনটেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। গৃহসজ্জা-সংশ্লিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও এক্সসেসরিজ প্রদর্শিত হয়েছে। প্রদর্শিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফায়ারপ্রুফ ইউপিভিসি দরজা-জানালা। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। তারা বিল্ডিং নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, গৃহসজ্জা উপকরণ ও লাইটিং প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটানো ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির এক মিলনমেলায় পরিণত হয়। বাড়ি নির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
বসুন্ধরায় গৃহসজ্জার পণ্য কিনতে ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর