বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় ঈদের দিনেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মিছিলে নেতৃত্বে দেন।
বিএনপি পরিবারে ঈদের আনন্দ নেই- ড. মোশাররফ : ঈদের দিন দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি পরিবারের মধ্যে ঈদের আনন্দ নেই। সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে জিয়াউর রহমানের মাজারে এসেছি। দেশনেত্রীও আমাদের পাশে নেই।
এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর বিএনপি নেতা-কর্মীরা বনানীতে জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।