শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চার নীতি বাস্তবায়ন হলেই সেই সোনার বাংলা হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, আমরা সেই চেতনায় ফিরে যেতে চাই। একই সঙ্গে আমাদের সংবিধানে বলা আছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা; আমরা এগুলো সুনিশ্চিত করতে চাই। সংবিধানের এই চার নীতি আমরা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব না। গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে  আইন সংস্কারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে সোচ্চার এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু যখন সম্পত্তি ভাগাভাগির সময় বাবার সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করা হয়, এ বিষয়ে যখন কথা ওঠে, তখন আমাদের মাথা নিচু হয়ে যায়। আনিসুল হক বলেন, শেখ হাসিনার সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন করা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে চেতনা নষ্ট করা হয়েছিল, তা ফিরিয়ে আনা। এই দেশটা ধর্মনিরপেক্ষ। এই দেশটা মুসলমানদের জন্য যেমন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের জন্যও তেমন। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি।

সর্বশেষ খবর