বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ডিএনসিসির ৯ কাউন্সিলরকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গ্রেফতার দুই কাউন্সিলরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘টানা তিনটি বোর্ডসভায় অনুপস্থিত থাকা নয়জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেফতার দুই কাউন্সিলরের ওয়ার্ডে দায়িত্ব পালনের জন্য পাশের অন্য কাউন্সিলরকে নিয়োগ করা হবে।’ গতকাল গুলশানের ডিএনসিসি নগর ভবনে ‘মশক নিয়ন্ত্রণে বর্তমান কার্যক্রম ও বছরব্যাপী পরিকল্পনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি আইন অনুযায়ী যারা পরপর তিনটি সভায় অনুপস্থিত রয়েছেন এমন নয়জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। তারা কেন উপস্থিত হতে পারেননি তার জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা দুর্নীতি করবে তারা আইনের মাধ্যমে ধরা পড়বে। কেউ ধরা পড়লে অবশ্যই আইন ও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’ মশক নিয়ন্ত্রণে কিছু কাউন্সিলরের আন্তরিকতার অভাব দেখা গেছে বলে জানান তিনি।সংবাদ সম্মেলনে মেয়র জানান, ‘মশক কার্যক্রম জোরদারে আমরা একটি জরিপ পরিচালনা করছি। এজন্য দুজন পরামর্শক ও ১০ জন শিক্ষানবিস কীটতত্ত্ববিদ নিয়োগ করা হয়েছে।

তারা ৭ অক্টোবর থেকে কিউলেক্স মশার প্রজননস্থল চিহ্নিতকরণে কাজ করছেন।’ মেয়র জানান, ‘৩৪২ স্থানে জরিপ চালিয়ে ২১৫টি স্থানে অতি উচ্চমাত্রায় মশার উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া ১৭৫ স্থানে উচ্চমাত্রায়, ১৬৭ স্থানে মাঝারি মাত্রায় ও ৭৮ স্থানে কম মাত্রায় মশার উপস্থিতি পাওয়া গেছে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন প্রমুখ।

সর্বশেষ খবর