সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লেনদেন কমছেই শেয়ারবাজারে

পাঁচ মাসের মধ্যে লেনদেন সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক

দরপতন আর লেনদেনে খরা পিছু ছাড়ছে না দেশের শেয়ারবাজারে।  গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্নে লেনদেন হয়েছে। পাশাপাশি ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। ফলে পতন হয়েছে সব কটি সূচকের। জানা গেছে, ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৫৭  কোটি আট লাখ টাকা। আগের কার্যদিবসে হয়েছিল ৩২২  কোটি ৬৯ লাখ টাকার। সে হিসাবে একদিনের ব্যবধানে  লেনদেন কমেছে ৬৫ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ এটি পাঁচ মাস ১২ দিনের মধ্যে সবচেয়ে কম লেনদেন। ডিএসইতে লেনদেনের প্রথম ২৫ মিনিটেই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে যায়। এরপরই শুরু হয় পতনের ধারা। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ কমে ৪ হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়লেও কমেছে ১৭৬টির দর। আর অপরিবর্তিত ছিল ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল  সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১১  কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের শেয়ার লেনদেন হয়েছে ৯  কোটি ৪২ লাখ টাকার। সাত কোটি ৫৩ লাখ টাকার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠেছে এসকে ট্রিমস। শীর্ষ দশের অন্য কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, স্ট্যান্ডার্ড সিরামিকস, সিলকো ফার্মাসিউটিক্যালস, প্রিমিয়ার ব্যাংক এবং মুন্নু সিরামিক।

অপর শেয়ারবাজার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬১ পয়েন্টে।  লেনদেন হয়েছে ১১ কোটি ৪০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২৭টি এবং অপরিবর্তিত থাকে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর