শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়ক দখল করে ব্যবসা, অভিযানে মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর বিভিন্ন সড়ক দখল করে ব্যবসা করে একশ্রেণির ভ্রাম্যমাণ ব্যবসায়ী। সড়কের মধ্যেই নিজেদের ভ্যানগাড়ি ও মালামাল রেখে তারা ব্যবসা করে। এতে সড়ক সংকোচিত হয়ে যানজটের সৃষ্টি হয়। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল দুপুরে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অভিযানে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকা থেকে অন্তত ২০টি ভ্যানগাড়ি জব্দ করে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে মেয়র আরিফ বলেন, সড়ক ও ফুটপাথ দখল করে ব্যবসা করে একশ্রেণির লোক নগরবাসীর চলাচলে ভোগান্তি সৃষ্টি করছেন। তারা নগরীর সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছেন। নগরীকে অপরিচ্ছন্ন করছেন। তাদের কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি আমরা।

সর্বশেষ খবর